মোংলায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়েছেন বাড়ির মালিক জয়নাল, তার স্ত্রী ফাতেমা বেগম ও তাদের দুই সন্তান।
শুক্রবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলাদিবুনিয়া গ্রামের জয়নালের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট থেকে জয়নালের বসতঘরে আগুন লাগলে তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতায় ঘরের কোনো আসবাপত্র বের করা যায়নি। আগুনে দগ্ধ হয়ে জয়নাল ও তার স্ত্রী, দুই শিশু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মন্তব্য করুন