জিয়াউল হক, পিরোজপুর
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০১:০৯ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আকাশে মেঘ দেখলেই মলিন হয়ে যায় ফরিদার মুখ

পিরোজপুরে বলেশ্বর নদে ভাঙন। ছবি : কালবেলা
পিরোজপুরে বলেশ্বর নদে ভাঙন। ছবি : কালবেলা

‘বেড়ি বাঁধ না থাহায় মোরা ম্যালা বিপদে আছি। জোয়ার অইলেই উডান-বাড়ি সব তলাইয়া যায়। ভয়তে থাহি আবার কোন সময় সিডরের নাহান পানিতে সব ভাসাইয়া লইয়া যায়। মোর মতো আর যেন কেউর কোল খালি না অয়।’

চোখের পানি ফেলতে ফেলতে কথাগুলো বলছিলেন ফরিদা বেগম। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার বলেশ্বর নদের পাড়ের চণ্ডিপুর গ্রামে তিনি বাস করেন। ঘূর্ণিঝড় সিডর তার কোল থেকে কেড়ে নিয়েছে সাত বছর বয়সের মিমি ও তিন বছরের রিনাকে। সেই দিনের ভয়াল স্মৃতি কিছুতেই ভুলতে পারেন না ফরিদা। ভেসে গিয়েছিল তাদের বসতঘরও। আকাশে মেঘ দেখলেই মলিন হয়ে যায় ফরিদার মুখ।

এ চিত্র শুধু ফরিদা বেগমের নয়, কচাঁ ও বলেশ্বর নদীর পাড়ে বসবাস করা হাজার মানুষের। ছোট-বড় ডজনখানেক নদী নিয়ে পিরোজপুর জেলা গঠিত। আর এ নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে লোকালয়, হাট-বাজার ও শিল্পকারখানা।

ফলে এ জেলার অর্থনীতিতে যেমন নদীর রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা, ঠিক তেমনি মৌসুমে এর বিরূপ প্রভাবও পড়ে অর্থনীতিসহ সার্বিক জীবনে। বর্ষা মৌসুমে এসব নদীতীরবর্তী এলাকার পানি নামতে শুরু করে তখন নদীর স্রোত আরও বেড়ে যায়।

ভাঙতে শুরু করে নদীর পাড়, বেড়িবাঁধ আর আক্রান্ত হয় হাট-বাজার, লোকালয় এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘরও। অনেক এলাকার বেড়িবাঁধ ভাঙা থাকায় এবং প্রয়োজনীয় স্থানে বেড়িবাঁধ না থাকায় বর্ষা মৌসুমে উদ্বিগ্ন হয়ে পড়ে নদীপাড়ের মানুষ।

বর্ষা মৌসুমে এসব এলাকার ভাঙা বাঁধ দিয়ে পানি প্রবেশ করে সেসব এলাকার ফসল ও মাছের ঘের তলিয়ে গিয়ে মানুষ পড়ে আর্থিক ক্ষতিতে। ফলে এ থেকে রক্ষা পেতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর।

জেলার ইন্দুরকানী উপজেলাটি তিন দিক থেকে নদীবেষ্টিত। তাই নদী তীরবর্তী বাসিন্দার সংখ্যাও এখানে অনেক বেশি। কিন্তু নদীতীরবর্তী অধিকাংশ এলাকায় বেড়িবাঁধ না থাকায় হুমকির মুখে রয়েছে সেসব এলাকার বাসিন্দা।

উপজেলার কালাইয়া, সাঈদখালী, খোলপটুয়া, চণ্ডিপুর, চরবলেশ্বর, গাজীরহাট, চাড়াখালী, লাউরী, ইন্দুরকানী বাজারসহ নদীতীরবর্তী এসব এলাকার বাসিন্দারা রয়েছে দুর্যোগ ঝুঁকিতে। বেড়িবাঁধ না থাকায় ঘূর্ণিঝড় সিডরের আঘাতে এ উপজেলাটি বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছিল ২০০৭ সালের ১৫ নভেম্বর। তখন উপজেলায় প্রাণহানি ঘটে ৭২ জনের। বিধ্বস্ত হয় নদী তীরের প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ। তারপর থেকে নামে মাত্র কয়েকটি স্থানে দুবার সংস্কার হয়েছে বেড়িবাঁধের।

বর্ষায় সামান্য জোয়ারে লোকালয় পানিতে প্লাবিত হয়ে যায়। ডুবে যায় ফসলের ক্ষেত। আবার লবণাক্ত পানিও জোয়ারের সঙ্গে প্রবেশ করে ফসলের মারাত্মক ক্ষতি করে।

জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা কচুরিপানা জমে যায় ফসলের ক্ষেতে। বর্ষাকাল এলেই বেড়িবাঁধ নিশ্চিহ্ন উপজেলার খোলপটুয়া গ্রামের মানুষের দুর্ভোগের সীমা থাকে না। এ গ্রামের কয়েকশ বিঘা জমি জোয়ারের পানি আর কচুরিপানায় ঢেকে যায়। ডুবে যায় যাতায়াতের পথ। পানির চাপে ভেঙে যায় বসতঘরের মাটির তৈরি মেঝে। ভেসে যায় মাছের ঘের। স্কুলগামী শিশু শিক্ষার্থীদের বন্ধ হয়ে যায় স্কুলে যাতায়াত। সব মিলিয়ে বেড়িবাঁধ সংকটে দিশেহারা স্থানীয়রা।

শুধু ইন্দুরকানী উপজেলাই নয়, মঠবাড়িয়া, ভান্ডাড়িয়া, কাউখালী ও পিরোজপুর সদরের শারিকতলা ইউনিয়নসহ বেশকিছু এলাকা রয়েছে নদীভাঙনের ঝুঁকিতে।

পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন বলেন, গত ২৪ ও ২৫ অর্থবছরে টগড়া প্রান্তে ৩ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। আগামী অর্থবছরে কালাইয়া থেকে কলারণ ফেরিঘাটের ১০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ বরাদ্দসাপেক্ষে নির্মাণ করা হবে।

অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড মানুষের জীবনমাল রক্ষায় আরও কিছু নতুন বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। জেলার ৬টি পোল্ডারের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের জন্য প্রয়োজন ২ হাজার কোটি টাকা। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত বাকিগুলোও মেরামত করা হবে। পিরোজপুর জেলায় মোট ৩১০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। যার মধ্যে ৫৫ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: নদী ভাঙন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই করতে পারবেন আবেদন

১১ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

নারীসহ আ.লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আ.লীগ নেতা ধরা

এক নারীকে বাঁচাতে গিয়ে ২ তরুণের মৃত্যু

রাবিতে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বরখাস্ত দাবি

কুয়াকাটায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু

আইভী আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট

লুট হওয়া অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কার ঘোষণা

১০

সাদপন্থি ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

১১

ক্যান্সার আক্রান্ত মা ও পঙ্গু ছেলের পাশে তারেক রহমান

১২

মধ্যরাতে রাজধানীর আরেক স্থানে বাসে আগুন

১৩

রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, চার বাসে আগুন

১৪

বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত

১৫

মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

১৬

জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন নয় : হাসনাত

১৭

পিছিয়ে গেল বিপিএলের নিলাম

১৮

মলিকুলার ডায়াগনোসিস-গবেষণা-বৈজ্ঞানিক দক্ষতা উন্নয়ন যৌথ কাজের অঙ্গীকার

১৯

পাকিস্তানি পেসারের বাড়িতে বন্দুক হামলা

২০
X