নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি হাসপাতালের ওষুধ-রক্ত গোপনে নিজের ক্লিনিকে সাপ্লাই

অভিযুক্ত মেডিকেল টেকনোলজিস্ট বোরহান উদ্দিন। ছবি : সংগৃহীত
অভিযুক্ত মেডিকেল টেকনোলজিস্ট বোরহান উদ্দিন। ছবি : সংগৃহীত

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরি-সঞ্চালন বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট বোরহান উদ্দিনের বিরুদ্ধে সরকারি হাসপাতাল থেকে ওষুধ ও রক্ত নিয়ে ব্যক্তিগত ক্লিনিকে সাপ্লাই করে অঢেল সম্পদ গড়ার অভিযোগ উঠেছে।

সরকারি চাকরির ফাঁকে বগুড়া, নন্দীগ্রাম, নওগাঁ ও বিভিন্ন এলাকায় ক্লিনিকসহ নামে-বেনামে চালাচ্ছেন ৭টি প্রতিষ্ঠান। সেখানকার কর্মচারিদের কাছে ওই ব্যক্তি শিবলু নামে পরিচিত।

সবগুলো প্রতিষ্ঠানেই বসেন তিনি। কর্মচারিরা তাকে এমডি হিসেবেই জানে। এবার নামের মাঝে কবীর যুক্ত করেছেন। অন্যদিকে স্ত্রী-সন্তান গোপন রেখে ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ে করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বোরহান উদ্দিনের বাবা আব্দুল কুদ্দুস আর মা ফাতেমা বেগম মারা গেছেন। ব্যক্তি একজন হলেও বসবাস করেন তিন জায়গায়। রাজশাহী জেলার বোয়ালিয়া থানার ২৫ নং ওয়ার্ডের কাজলা এলাকা, বগুড়ার নন্দীগ্রাম স্টাফ কোয়ার্টার এবং বগুড়া সদরের দক্ষিণ শৈলালপাড়া এলাকায় বসবাস করেন বোরহান উদ্দিন।

জানা গেছে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সম্মুখে হেল্প প্লাস নামে ডায়াগনস্টিক সেন্টার ও নওগাঁয় রয়েছে কিডনি ডায়ালাইসিস সেন্টার। বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বগুড়া কিডনি ডায়ালাইসিস সেন্টার, শহরের অভিজাত মমইন ইকো পার্কে কুয়াকাটা রেস্টুরেন্ট, নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ছমির উদ্দিন মার্কেটে ফাতেমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ফার্নিচার ব্যবসা, ফিলিং স্টেশন সংলগ্ন স'মিল এলাকায় রয়েছে ফার্নিচার তৈরির কারখানা।

ফাতেমা ক্লিনিকের বিভিন্ন কাগজপত্রে পরিচালক হিসেবে প্রথম স্ত্রী দিনা পারভীনের নাম দেখা যায়। তবে তার স্ত্রী ওই ক্লিনিকে বসেন না। সরকারি হাসপাতালে চাকরির ফাঁকে ওই ক্লিনিকে নিজেই বসেন বোরহান উদ্দিন কবীর ওরফে ফরহাদ শিবলু।

অভিযোগ রয়েছে, ওই ব্যক্তি সরকারি হাসপাতালে চাকরির সুযোগে সরকারি ওষুধ ও রক্ত চুরি করে নিজের ক্লিনিকে ব্যবহার করেন। সরকারি ওষুধ ক্লিনিকে রাখার একটি ভিডিও পাওয়া গেছে। ক্লিনিকে ডাক্তারদের অনুপস্থিতিতে নিজেই রোগীদের চিকিৎসা করেন। শজিমেক হাসপাতালে মাঝেমধেই তার পরিবর্তে নাইটে ডিউটি করেন অন্য ব্যক্তি। হাসপাতালে ডিউটি ফাঁকি দিয়ে দুই স্ত্রী ও তার প্রতিষ্ঠানগুলোতে সময় দেন। ক্লিনিকে প্রতিদিন অন্তত ৪/৫টি অপারেশন করা হয়।

অন্যদিকে প্রথম স্ত্রী-সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করেছেন বোরহান উদ্দিন কবীর অরফে ফরহাদ শিপলু। রাজশাহীর রাজপাড়া এলাকার দীন মোহাম্মদ পালুর কন্যা দিনা পারভীনের সঙ্গে ২০০৬ সালের ৩ নভেম্বর একলাখ টাকা দেনমোহরে প্রথম বিয়ে হয়। সেই সংসারে আফিয়া নামের ৮ বছরের এক কন্যা সন্তান রয়েছে। ওই ব্যক্তি প্রথম স্ত্রী ও সন্তান গোপন রেখে টেকনোলজিস্ট রুবাইয়া খাতুনের সঙ্গে পরকীয়ায় জড়ান। ২০২২ সালের ১০ জানুয়ারি পাঁচ লাখ টাকা দেনমোহরে ওই নারীর সঙ্গে দ্বিতীয় সংসার শুরু করেন। তবে দুটি কাবিননামাতে বোরহান উদ্দিন প্রথম বিবাহ উল্লেখ করেছেন। দ্বিতীয় স্ত্রী রুবাইয়া খাতুন বগুড়া সদরের দক্ষিণ শৈলালপাড়া এলাকার রবিউল ইসলাম খন্দকারের কন্যা।

এসব ব্যাপারে মন্তব্য নিতে বোরহান উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। অভিযোগুলোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির বলেন, ওই ব্যক্তি কীভাবে স্টাফ কোয়ার্টোরে বসবাস করছে, সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি হাসপাতালের ওষুধ-রক্ত ক্লিনিকে ব্যবহার ও অপচিকিৎসা প্রসঙ্গে বগুড়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম বলেন, প্রমাণসহ লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান 

সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন

অ্যাপলের আগে সারপ্রাইজ ‍দিল গুগল

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১০

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

১১

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

১২

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

১৩

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

১৪

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

১৫

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৬

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

১৭

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

১৮

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

১৯

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

২০
X