চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হোমওয়ার্ক না করায় আফান হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশুকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে সজিব নামে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।
মঙ্গলবার (৫ সেপ্টম্বর) সকালে উপজেলার হারদী ইউনিয়নের চরযাদবপুর গ্রামের দারুল আকরাম নুরানি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার জানান, শিশু আফান তার বাড়ির কাজ করতে না পারায় মাদ্রাসা শিক্ষক সজিব বেত দিয়ে বেধড়ক পিটিয়ে পিঠের চামড়া থেঁতলিয়ে দিয়েছেন। ওই শিক্ষকের শাস্তির জন্য থানায় লিখিত অভিযোগ করেছি।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, হোমওয়ার্ক না করায় মাদ্রাসাশিক্ষক পিটিয়ে ছাত্র আফানকে জখম করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন