গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকায় একটি কারখানা থেকে সৃষ্ট শব্দদূষণের হাত থেকে নিজেদের রক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে কারখানার সামনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর খোরশেদ আলম রিপন, হাজী হারুন অর রশিদ, সালনা দাখিল মাদ্রাসার শিক্ষক তাসলিমা আক্তার, হোসনে আরাসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, পোড়াবাড়ী এলাকায় ওয়েস্টার্ন সুপেরিয়র জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার মেশিন থেকে ভয়াবহ শব্দদূষণ হচ্ছে। এতে এলাকার মানুষ রাতে ঘুমাতে পারছেন না। এ ছাড়া ভাইব্রেশনের কারণে ঘরের দরজা-জানালা ভেঙে পড়ছে, গভীর ফাটলের সৃষ্টি হয়েছে।
বিষয়টি মালিকপক্ষকে জানানোর পরও কোনো সমাধান না আসায় তারা আন্দোলনে নেমেছেন। এ সময় শব্দদূষণের হাত থেকে এলাকার জনজীবন বাঁচাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এক পর্যায়ে মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে মহাসড়কে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট ।
মন্তব্য করুন