খুলনার তেরখাদা উপজেলার ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বীর মুক্তিযোদ্ধা (ইঞ্জি.) আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৯ আগস্ট) ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভেজ মল্লিকের পক্ষ থেকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তি পান, উপজেলার পঞ্চ পল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়, হাঁড়ি খালি মাধ্যমিক বিদ্যালয়, আনন্দ নগর নেছারিয়া দাখিল মাদ্রাসা, বি আর বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়, শ্রীপুর মধুসূদন মাধ্যমিক বিদ্যালয়, ছাগলাদাহ ইউনিয়ন আদিল উদ্দিন স্মারক মাধ্যমিক বিদ্যালয় ও কুশলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, এই অঞ্চলের কোনো মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর যাতে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না হয় সেজন্য ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই, বর্তমান প্রজন্মের হাত ধরে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।
মন্তব্য করুন