সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০১:২৬ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

নারায়ণগঞ্জে গাড়িচালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে গাড়িচালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। ছবি : কালবেলা

পরিবহন শ্রমিকদের সম্মান ও মর্যাদা বাড়িয়ে তাদেরকে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, চালক ও হেলপাররা প্রতিদিন অন্তত ১৮ কোটি মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন। তাই আমরা তাদের সম্মান মর্যাদা বাড়নোর উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য নারায়ণগঞ্জকে মডেল বানিয়ে সারাদেশে এ কর্মসূচি ছড়িয়ে দেওয়া।

বুধবার (২০ আগস্ট) বেলা ১১টা থেকে দিনব্যাপী জেলা পরিষদের ডাকবাংলো সম্মেলনকক্ষে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে বাসচালক ও হেলপারদের প্রশিক্ষণ প্রদান, পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি ও সম্মানজনক অবসরের ব্যবস্থা করার পরিকল্পনা তুলে ধরা হয়। প্রশিক্ষণে জেলার ৫৪ জন চালক অংশ নেন। পর্যায়ক্রমে জেলার সব বাস কোম্পানির চালক-হেলপারদের এ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানান আয়োজকরা।

পরিবহন খাতে জেলা প্রশাসকের এ যুগান্তকারী উদ্যোগের বিষয়ে সিটি বন্ধন পরিবহনের চালক আওলাদ হোসেন বলেন, আমার ২৫ বছরের ড্রাইভিং জীবনে এমন ভালো প্রশিক্ষণ পাইনি। এবার প্রথমবারের মতো আমরা পরিচয়পত্র ও নিয়োগপত্র হাতে পাচ্ছি। পেনশন সুবিধার কথাও ভাবা হচ্ছে, যা কখনো কল্পনা করিনি।

উৎসব পরিবহনের চালক নরুল ইসলাম বলেন, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সময় গাড়ি চালাতে পারি কি না শুধু সেটাই দেখা হয়। কিন্তু আজ শিখলাম যাত্রীদের সঙ্গে আচরণ, কত ঘণ্টা গাড়ি চালানো উচিত এসব গুরুত্বপূর্ণ বিষয়।

বিআরটিএ প্রশিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, মানবিক দেশ গড়তে হলে মানবিক ড্রাইভার তৈরি করতে হবে। জননিরাপত্তার জন্য সড়কে শৃঙ্খলা অত্যন্ত জরুরি। জেলা প্রশাসকের এ উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করবে।

নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি মো. বিল্লাল হোসেন বলেন, নিয়োগপত্র হাতে পাওয়ার ফলে মালিকরা আর সহজে শ্রমিকদের চাকরিচ্যুত করতে পারবে না। এ ছাড়া শ্রমিকরা বছরে দুটি বোনাসও পাবে। আমরা চাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ড্রাইভারদের কাজের মূল্যায়ন ভিত্তিক পুরস্কার চালু হোক।

জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, ডিসি নিয়মিত দায়িত্বের বাইরে গিয়ে জনগণের কল্যাণে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস পরীক্ষা শুরু

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

গণভোটের পর সরকারের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে প্রেস উইংয়ের বিবৃতি

সোহরাওয়ার্দীর পরীক্ষাকেন্দ্রে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছড়ি

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

রাজধানীতে আজ কোথায় কী

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

১০

৫০তম বিসিএসের প্রিলি আজ

১১

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

১২

টিভিতে আজকের যত খেলা

১৩

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৪

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৬

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১৯

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

২০
X