সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০১:২৬ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

নারায়ণগঞ্জে গাড়িচালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে গাড়িচালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। ছবি : কালবেলা

পরিবহন শ্রমিকদের সম্মান ও মর্যাদা বাড়িয়ে তাদেরকে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, চালক ও হেলপাররা প্রতিদিন অন্তত ১৮ কোটি মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন। তাই আমরা তাদের সম্মান মর্যাদা বাড়নোর উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য নারায়ণগঞ্জকে মডেল বানিয়ে সারাদেশে এ কর্মসূচি ছড়িয়ে দেওয়া।

বুধবার (২০ আগস্ট) বেলা ১১টা থেকে দিনব্যাপী জেলা পরিষদের ডাকবাংলো সম্মেলনকক্ষে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে বাসচালক ও হেলপারদের প্রশিক্ষণ প্রদান, পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি ও সম্মানজনক অবসরের ব্যবস্থা করার পরিকল্পনা তুলে ধরা হয়। প্রশিক্ষণে জেলার ৫৪ জন চালক অংশ নেন। পর্যায়ক্রমে জেলার সব বাস কোম্পানির চালক-হেলপারদের এ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানান আয়োজকরা।

পরিবহন খাতে জেলা প্রশাসকের এ যুগান্তকারী উদ্যোগের বিষয়ে সিটি বন্ধন পরিবহনের চালক আওলাদ হোসেন বলেন, আমার ২৫ বছরের ড্রাইভিং জীবনে এমন ভালো প্রশিক্ষণ পাইনি। এবার প্রথমবারের মতো আমরা পরিচয়পত্র ও নিয়োগপত্র হাতে পাচ্ছি। পেনশন সুবিধার কথাও ভাবা হচ্ছে, যা কখনো কল্পনা করিনি।

উৎসব পরিবহনের চালক নরুল ইসলাম বলেন, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সময় গাড়ি চালাতে পারি কি না শুধু সেটাই দেখা হয়। কিন্তু আজ শিখলাম যাত্রীদের সঙ্গে আচরণ, কত ঘণ্টা গাড়ি চালানো উচিত এসব গুরুত্বপূর্ণ বিষয়।

বিআরটিএ প্রশিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, মানবিক দেশ গড়তে হলে মানবিক ড্রাইভার তৈরি করতে হবে। জননিরাপত্তার জন্য সড়কে শৃঙ্খলা অত্যন্ত জরুরি। জেলা প্রশাসকের এ উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করবে।

নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি মো. বিল্লাল হোসেন বলেন, নিয়োগপত্র হাতে পাওয়ার ফলে মালিকরা আর সহজে শ্রমিকদের চাকরিচ্যুত করতে পারবে না। এ ছাড়া শ্রমিকরা বছরে দুটি বোনাসও পাবে। আমরা চাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ড্রাইভারদের কাজের মূল্যায়ন ভিত্তিক পুরস্কার চালু হোক।

জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, ডিসি নিয়মিত দায়িত্বের বাইরে গিয়ে জনগণের কল্যাণে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X