বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভূমি অফিসের দায়িত্বে ঝাড়ুদার 

নেত্রকোনার বারহাট্টার সিংধা ইউনিয়ন ভূমি অফিসের অস্থায়ী ঝাড়ুদার বকুল মিয়া (লাল চিহ্নিত)। ছবি : কালবেলা
নেত্রকোনার বারহাট্টার সিংধা ইউনিয়ন ভূমি অফিসের অস্থায়ী ঝাড়ুদার বকুল মিয়া (লাল চিহ্নিত)। ছবি : কালবেলা

সকাল ১০টা থেকে বিকেল ৩টা। ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথি, সেবা গ্রহীতাদের সঙ্গে নামজারি নিয়ে দেনদরবার করছেন অস্থায়ী ঝাড়ুদার বকুল মিয়া। টেবিলের ওপর রয়েছে একাধিক মৌজার আরএস ও এসএ খতিয়ান বই। নামজারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সেবা গ্রহীতাদের বুঝিয়ে দিচ্ছেন তিনি। এ সময় অফিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের রেকর্ড রুম ও ভূমি সহকারী কর্মকর্তার কক্ষ খুলে বিভিন্ন তথ্য নিচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন ভূমি অফিসে গত সোমবার (২৫ আগস্ট) সরেজমিন গেলে এসব চিত্র উঠে আসে।

অভিযোগ আছে, সিংধা ইউনিয়ন ভূমি অফিসের সব নামজারি ও মিস কেসসহ বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করেন ঝাড়ুদার বকুল মিয়া। ভূমি মালিকদের সঙ্গে আর্থিক চুক্তিতে এসব কাজ করে দেন তিনি। আর্থিক সুবিধার ভাগ অফিসের অন্য কর্মচারীরাও নেন। একজন অস্থায়ী ঝাড়ুদারের কাছে অফিসের এমন দায়িত্ব দেওয়ায় ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথি ও অফিসের নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, উপজেলায় সাতটি ইউনিয়নে ভূমি অফিস রয়েছে। প্রত্যেক অফিসে রয়েছে একজন করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও একাধিক কর্মচারী। প্রায় এক যুগ আগে উপজেলা প্রশাসনের সিদ্ধান্তে প্রত্যেক ভূমি অফিসে একজন করে ঝাড়ুদার অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। প্রত্যেক ঝাড়ুদারকে উপজেলা প্রশাসন থেকে মাসিক তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। নিয়োগকালীন শর্তে উল্লেখ করা হয় এসব ঝাড়ুদার শুধু অফিস শুরু হওয়ার আগে এবং শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবেন।

কিন্তু ভূমি অফিসের কর্মকর্তারা এসব ঝাড়ুদারকে অফিস চলাকালীন সময়েও অফিসে বিভিন্ন কাজে লাগাতে শুরু করেন। পর্যায়ক্রমে ঝাড়ুদাররা অফিসের স্টাফ হিসেবে ভূমি মালিকদের সঙ্গে সখ্য গড়ে তুলে বিভিন্ন আর্থিক সুবিধা নিতে শুরু করেন।

অফিসের কোনো কাগজপত্রের ফটোকপি ভূমি মালিককে দিতে তারা ১০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন পরিমাণে টাকা নেন। এমনকি অফিসের কর্মকর্তারাও এসব ঝাড়ুদারদের দিয়ে ঘুষের টাকা আদায় করেন বলে অভিযোগ ওঠে।

সম্প্রতি সিংধা ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিন দেখা যায়, ভেতরে ভূমি সহকারী কর্মকর্তার কক্ষ, রেকর্ডরুমসহ অন্যান্য কক্ষে খুলে বকুল মিয়া কাজ করছেন। এ সময় থাকে অফিসের চেয়ার বসে নথিপত্র ঘাঁটাঘাঁটির বিষয়টি জানতে চাইলে সে জানায়, শুরু থেকেই সে এভাবেই কাজ করে আসছে।

তিনি আরও বলেন, ‘অফিসের সবাই আমাকে কাজ করতে বলেন। তাই করি।’ তবে ঘুষ লেনদেনের বিষয় তিনি অস্বীকার করেন।

সিংধা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উজ্জল দত্ত জানান, সোমবার পারিবারিক সমস্যার জন্য অফিসে যাননি। তবে একমাত্র ঝাড়ুদার ব্যতীত অন্য স্টাফরা কোথায় ছিল এবং ঝাড়ুদার বকুল তো প্রায়ই একা অফিস করে এই দুটি প্রশ্ন তিনি এড়িয়ে যান।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

সীমান্তে বাঘ আতঙ্ক, সত্যি নাকি গুজব

নদীর পাড়ে ব্যবসায়ীর মরদেহ, পকেটে মদপানের লাইসেন্স 

হাদির মরদেহ জন্মভূমিতে না নেওয়ায় মর্মাহত এলাকাবাসী 

ফেরি থেকে নদীতে পড়ল ৫ যানবাহন, ৩ মরদেহ উদ্ধার

অস্ত্র–গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বুইস্যা গ্রেপ্তার

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

আ.লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম আটক

জুলাই শহীদের ভাইকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাত

১০

নরসিংদীতে ‘আনোয়ারা সুলতানা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

১১

হান্নান মাসউদকে হুমকি দেওয়া যুবক গ্রেপ্তার

১২

৭ দিন বিদ্যুৎ বিল আদায় বন্ধ থাকবে যে এলাকায়

১৩

শিশু আয়েশা ও দীপু হত্যার প্রতিবাদে আলোক প্রজ্বলন

১৪

‘আমি গিয়ে দেখি ওরা আমার ছেলেকে কোপাচ্ছে’

১৫

চিংড়ি চাষিকে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৯

১৬

বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো : হান্নান মাসউদ

১৭

পাখিশিকারিদের সামাজিকভাবে প্রতিহতের আহ্বান

১৮

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার চেয়ে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের আলটিমেটাম

১৯

জামায়াত আশ্রয় না দিলে রাস্তায় পড়ে থাকতে হতো : মেজর রঞ্জন

২০
X