বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভূমি অফিসের দায়িত্বে ঝাড়ুদার 

নেত্রকোনার বারহাট্টার সিংধা ইউনিয়ন ভূমি অফিসের অস্থায়ী ঝাড়ুদার বকুল মিয়া (লাল চিহ্নিত)। ছবি : কালবেলা
নেত্রকোনার বারহাট্টার সিংধা ইউনিয়ন ভূমি অফিসের অস্থায়ী ঝাড়ুদার বকুল মিয়া (লাল চিহ্নিত)। ছবি : কালবেলা

সকাল ১০টা থেকে বিকেল ৩টা। ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথি, সেবা গ্রহীতাদের সঙ্গে নামজারি নিয়ে দেনদরবার করছেন অস্থায়ী ঝাড়ুদার বকুল মিয়া। টেবিলের ওপর রয়েছে একাধিক মৌজার আরএস ও এসএ খতিয়ান বই। নামজারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সেবা গ্রহীতাদের বুঝিয়ে দিচ্ছেন তিনি। এ সময় অফিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের রেকর্ড রুম ও ভূমি সহকারী কর্মকর্তার কক্ষ খুলে বিভিন্ন তথ্য নিচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন ভূমি অফিসে গত সোমবার (২৫ আগস্ট) সরেজমিন গেলে এসব চিত্র উঠে আসে।

অভিযোগ আছে, সিংধা ইউনিয়ন ভূমি অফিসের সব নামজারি ও মিস কেসসহ বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করেন ঝাড়ুদার বকুল মিয়া। ভূমি মালিকদের সঙ্গে আর্থিক চুক্তিতে এসব কাজ করে দেন তিনি। আর্থিক সুবিধার ভাগ অফিসের অন্য কর্মচারীরাও নেন। একজন অস্থায়ী ঝাড়ুদারের কাছে অফিসের এমন দায়িত্ব দেওয়ায় ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথি ও অফিসের নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, উপজেলায় সাতটি ইউনিয়নে ভূমি অফিস রয়েছে। প্রত্যেক অফিসে রয়েছে একজন করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও একাধিক কর্মচারী। প্রায় এক যুগ আগে উপজেলা প্রশাসনের সিদ্ধান্তে প্রত্যেক ভূমি অফিসে একজন করে ঝাড়ুদার অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। প্রত্যেক ঝাড়ুদারকে উপজেলা প্রশাসন থেকে মাসিক তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। নিয়োগকালীন শর্তে উল্লেখ করা হয় এসব ঝাড়ুদার শুধু অফিস শুরু হওয়ার আগে এবং শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবেন।

কিন্তু ভূমি অফিসের কর্মকর্তারা এসব ঝাড়ুদারকে অফিস চলাকালীন সময়েও অফিসে বিভিন্ন কাজে লাগাতে শুরু করেন। পর্যায়ক্রমে ঝাড়ুদাররা অফিসের স্টাফ হিসেবে ভূমি মালিকদের সঙ্গে সখ্য গড়ে তুলে বিভিন্ন আর্থিক সুবিধা নিতে শুরু করেন।

অফিসের কোনো কাগজপত্রের ফটোকপি ভূমি মালিককে দিতে তারা ১০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন পরিমাণে টাকা নেন। এমনকি অফিসের কর্মকর্তারাও এসব ঝাড়ুদারদের দিয়ে ঘুষের টাকা আদায় করেন বলে অভিযোগ ওঠে।

সম্প্রতি সিংধা ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিন দেখা যায়, ভেতরে ভূমি সহকারী কর্মকর্তার কক্ষ, রেকর্ডরুমসহ অন্যান্য কক্ষে খুলে বকুল মিয়া কাজ করছেন। এ সময় থাকে অফিসের চেয়ার বসে নথিপত্র ঘাঁটাঘাঁটির বিষয়টি জানতে চাইলে সে জানায়, শুরু থেকেই সে এভাবেই কাজ করে আসছে।

তিনি আরও বলেন, ‘অফিসের সবাই আমাকে কাজ করতে বলেন। তাই করি।’ তবে ঘুষ লেনদেনের বিষয় তিনি অস্বীকার করেন।

সিংধা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উজ্জল দত্ত জানান, সোমবার পারিবারিক সমস্যার জন্য অফিসে যাননি। তবে একমাত্র ঝাড়ুদার ব্যতীত অন্য স্টাফরা কোথায় ছিল এবং ঝাড়ুদার বকুল তো প্রায়ই একা অফিস করে এই দুটি প্রশ্ন তিনি এড়িয়ে যান।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে মাদকমুক্ত দেশ গড়বে : কফিল উদ্দিন

জনস্বাস্থ্য ও মর্যাদার প্রশ্নে রাস্তায় নেমেছে বারিধারার খ্রিস্টান সম্প্রদায় 

৩০ দিনে বিনিয়োগের অর্থ ফেরাতে ব্যর্থ হলে তিন জনকে ১০০ কোটি টাকা জরিমানা

অধ্যাদেশ আটকাতে বিশ্ববিদ্যালয় বিরোধীদের মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অভিযোগ শিক্ষার্থীদের

কেমব্রিজ সিটির সম্মাননা পেল প্রিয়তা ইমাম

আর্সেনালের ১৪ মিনিটের ঝড়ে উড়ে গেল অ্যাথলেটিকো মাদ্রিদ

উত্তাল বুয়েট, এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

সুপার ওভারে বাংলাদেশের সিদ্ধান্তে হতবাক ক্যারিবীয় ক্রিকেটার

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার গোল উৎসব

মধ্যরাতে উত্তাল বুয়েট

১০

বিতর্কে হার মানল লা লিগা, বার্সা–ভিয়ারিয়ালের মায়ামি ম্যাচ বাতিল

১১

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য সচিব

১২

পুঁজিবাজারে শিবলী-রিয়াজ আজীবন নিষিদ্ধ

১৩

৬ মানবাধিকার সংস্থার চিঠি, যেভাবে দেখছে সরকার

১৪

ভিন্নমত দমন নয়, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে চাই : আমিনুল হক

১৫

বিএনপি ক্ষমতায় এলে মহাসড়কে টোলমুক্ত থাকবে অ্যাম্বুলেন্স : এস এম জাহাঙ্গীর 

১৬

কোয়েস্ট বিডিসির বিনিয়োগ আড়ালে মানিলন্ডারিং, দুদকে অভিযোগ পাঠাবে বিএসইসি

১৭

গণতন্ত্রের বাতিঘর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ইতিহাস

১৮

নির্বাচন শান্তিপূর্ণ-নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করব : প্রধান উপদেষ্টা

১৯

লালবাগে প্রয়াত পিন্টুর ভাইয়ের বড় শোডাউন

২০
X