নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৫

আটকরা। ছবি : কালবেলা
আটকরা। ছবি : কালবেলা

নেত্রকোনার কলমাকান্দার গোবিন্দপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে তিনজনকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কলমাকান্দার কচুগড়া সীমান্ত দিয়ে আটকদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

আটকরা হলেন- নেত্রকোনার বারহাট্টা উপজেলার আন্দাদিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আলম মিয়া (২০), একই এলাকার অটোরিকশা চালক ইমন (২০) এবং ময়মনসিংহের মুক্তাগাছা সদরের হারুণ মিয়ার ছেলে মোনাইস ইসলাম (১৯)।

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে কলমাকান্দার গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুজনকে আটক করে কচুগড়া বিওপি সদস্যরা।

তারা হলেন, জামালপুর সদর উপজেলার ইটাইন ইউনিয়নের মির্জাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. জুবায়ের হোসেন (১৯) ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রমজান আহমেদ (১৯)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বলমাঠের পিলার ১১৭৮/৪-এস সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের খবরে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতিতে তিনজন ভারতে পালিয়ে গেলেও দুজনকে আটক করেন সদস্যরা।

এ ঘটনায় শুক্রবার দুপুরে কলমাকান্দা থানায় কচুগড়া বিওপির হাবিলদার মো. তোফায়েল হোসেন বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। মামলা দায়েরের পর পালিয়ে যাওয়া তিনজনকে কলমাকান্দা থানায় হস্তান্তর করেছেন বিজিবি সদস্যরা।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় বিজিবি সদস্যরা দুই ধাপে মোট পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এএসএম কামরুজ্জামান বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের খবর পেয়ে তাৎক্ষণিক বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে দুজনকে আটক করে। বিএসএফ আরও তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা মোট পাঁচজনকেই কলমাকান্দা থানায় সোপর্দ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতেই বিএনপি কাজ করছে : আমীর খসরু

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে : বাবুল

তারুণ্য নির্ভর ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

মনোনয়ন দিয়ে বিএনপি নির্বাচনের ষড়যন্ত্রে পেরেক ঠুকেছে : মীর হেলাল

মানবাধিকার রাষ্ট্রীয় স্বৈরাচার থেকে সুরক্ষা দেয় : কাদের গনি চৌধুরী

‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’

চট্টগ্রামে ধানের শীষের প্রার্থীকে গুলি, নগর বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ

চলন্ত ট্রেনের যন্ত্রাংশ ভেঙে পড়ল লাইনে

যে আসনে নির্বাচন করবেন পার্থ, প্রতীক কী

বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

১০

৫ ধরনের ব্যক্তির জন্য বিপজ্জনক মেথি ভেজানো পানি

১১

বেরোবি ছাত্র সংসদ নির্বাচন / দায়িত্ব গ্রহণের আগেই অব্যাহতি চাইলেন প্রধান নির্বাচন কমিশনার

১২

বর্ণাঢ্য আয়োজনে শজিমেকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন : আমীর খসরু

১৪

জকসু নির্বাচন / দুই দিনে প্রার্থীদের ডোপটেস্ট করবে নির্বাচন কমিশন, করা যাবে না আপিল 

১৫

বসুন্ধরা-মোহামেডানের পর এবার আবাহনীর ওপরও ফিফার নিষেধাজ্ঞা

১৬

নিউইয়র্কে মেয়র নির্বাচন / পরাজয়ের পর যে তত্ত্ব দিলেন ট্রাম্প

১৭

দুবলার চরে শেষ হলো ঐতিহাসিক রাস উৎসব

১৮

এনসিপি থেকে সেই মুনতাসিরকে চূড়ান্ত অব্যাহতি

১৯

বিএনপির প্রার্থীকে গুলির ঘটনায় যা বললেন জামায়াত আমির

২০
X