৪০ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায়ী সংবর্ধনা পেলেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশের এক এসআই। এ সময় থানার পক্ষ থেকে ফুল দিয়ে সাজানো এক গাড়িতে কর্মস্থল থেকে নিজ বাড়ি যাওয়ার জন্য পাতারহাট স্টিমারঘাট পৌঁছে দেওয়া হয়।
রোববার (৩১ আগস্ট) মেহেন্দিগঞ্জ থানা চত্বরে পুলিশ এসআই মো. খলিলুর রহমানের জন্য এই বিদায় সংবর্ধনার আয়োজন করেন থানার (ওসি) মো. ফখরুল ইসলামসহ সব সহকর্মী। এর আগে সহকর্মীরা ভালোবাসার সঙ্গে বিদায় দেন পুলিশের এসআই খলিলুর রহমানকে।
ওসির এমন উদ্যোগে খুশিতে আত্মহারা হয়ে বিদায় নেওয়ার আগ মুহূর্তে পুলিশ সদস্য মো. খলিলুর রহমান বলেন, চাকরিতে যোগদানের আগে প্রতিটি পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু বিদায়ের বেলায় তেমন কোনও আনুষ্ঠানিকতা থাকে না। তবে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম স্যারের এমন উদ্যোগ আমাকে কর্মজীবনের শেষে এক সুখস্মৃতি দিয়েছে। আমরা চাই পুলিশের প্রত্যেক সদস্যকে এভাবেই বিদায় জানানো হোক।
এ বিষয়ে ওসি মো. ফখরুল ইসলাম বলেন, একজন সহকর্মীকে এমন বিদায় জানাতে পেরে আমি আনন্দিত। কর্মজীবনের শেষ বেলাকে রাঙিয়ে তুলতে চেষ্টা করেছি। এই স্মৃতিটুকু বাকি জীবন চলার পথে আনন্দধারা হয়ে কাজ করবে। একটু ভিন্ন ধাঁচের আয়োজন করতে পেরেছি, এটাই ভালো লাগা।
মন্তব্য করুন