খুলনা ব্যুরো
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক বুলুর মৃত্যু ঘিরে সামনে এলো ‘ভিডিও’, বাড়ছে রহস্য

সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু। ছবি : সংগৃহীত
সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু। ছবি : সংগৃহীত

খুলনায় জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামানের মৃত্যুর ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—সে বিষয়ে প্রশ্ন উঠেছে। স্বজনদের দাবি, বুলুকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে এখনই কিছু বলা যাচ্ছে না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বুলুর লাশ উদ্ধারের আগে রূপসা সেতুতে এক নারীর সঙ্গে দেখা গেছে তাকে। ওই নারীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে বুলুকে সেতু থেকে নিচে লাফ দিতে দেখা যায়। ভিডিও ফুটেজের বরাত দিয়ে কালবেলাকে এ তথ্য জানিয়েছে কোস্ট গার্ডের একটি সূত্র।

ভিডিও ফুটেজের বরাত দিয়ে কোস্ট গার্ডের ওই সূত্র জানায়, রোববার দুপুরে রূপসা সেতুর ওপরে ঘোরাঘুরি করতে দেখা গেছে সাংবাদিক বুলুকে। এ সময় তার সঙ্গে এক নারী ছিলেন। তাদের দুজনকে ঝগড়া করতে দেখা গেছে। একপর্যায়ে বুলু সেতু থেকে নিচে লাফ দেন। ওই নারী তখন চিৎকার-চেঁচামেচি করে লোক ডাকেন। এই ঘটনার পর থেকে ওই নারীকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, ওয়াহেদ-উজ-জামান তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন। মেজো ভাই সড়ক দুর্ঘটনায় কয়েক বছর আগে মারা যান। ছোট ভাই আনিছুজ্জামান দুলু ঢাকায় ব্যবসা করেন। খুলনার শিববাড়ি মোড়ের ইব্রাহিম মিয়া রোডে তাদের পৈতৃক বাড়ি থাকলেও সেটি চার বছর আগে বিক্রি করা হয়। এরপর ওয়াহেদ-উজ-জামান সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি নিঃসন্তান ছিলেন। প্রায় চার মাস আগে তার স্ত্রী নিখোঁজ হন। ১ সেপ্টেম্বর থেকে বাগমারা এলাকায় নতুন বাসায় ওঠার কথা ছিল তার।

পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক অশান্তির কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বুলু। তার প্রথম স্ত্রী এলিজা পারভীন গত ১১ মে সকালে ঘর থেকে বেরিয়ে যান। এখনো তার খোঁজ মেলেনি।

জানা গেছে, প্রায় এক বছর আগে তানিয়া সুলতানা নামের ডুমুরিয়ার এক নারীকে বিয়ে করেন বুলু। সেই স্ত্রীর সঙ্গে তার বিরোধ ছিল। পরে মোটা অঙ্কের টাকা দিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়।

ছোট ভাই আনিছুজ্জামান দুলু বলেন, ‘শনিবার রাতে আমার সঙ্গে শেষবার কথা হয়েছে। আমার কাছে এটা হত্যা মনে হচ্ছে। একটা ফোন তো অন্তত করবে বা একটা মেসেজ তো করবে যে ভাই আমার আর ভালো লাগছে না। সুস্থ একজন মানুষ হঠাৎ করে এভাবে মারা যেতে পারে না।’

তিনি আরও জানান, স্ত্রী নিখোঁজ হওয়ার পর মন খারাপ থাকত তার। তবে কারও সঙ্গে শত্রুতা বা অন্য কোনো বিষয়ে আমাদের জানা নেই। শুনেছি সেতুর ওপর কারও সঙ্গে তার কথাকাটাকাটি হচ্ছিল। এরপর তাকে ঝাঁপ দিতে দেখেছে সেখানকার একজন কর্মী।

নিহতের শ্যালকের স্ত্রী নুরনাহার পারভীন জানান, আমাদের ননদ নিখোঁজ হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে অশান্তিতে ছিলেন। কান্নাকাটি করতেন, খাওয়া-দাওয়া ঠিকমতো করতেন না। এ জন্য আমরা তাকে আমাদের কাছে থাকতে বলেছিলাম। তবে তিনি আত্মহত্যা করতে পারেন বলে বিশ্বাস করি না। বাসা থেকে সুস্থ মানুষ বের হয়েছিল। আমরা হত্যা বলেই মনে করছি। আমরা চাই পুলিশ ভালোভাবে তদন্ত করুক।

পুলিশ বলছে, সাংবাদিক বুলুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। তবে এই মৃত্যু আপাতত রহস্যজনক হিসেবে দেখা হচ্ছে। রূপসা সেতু এবং এর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। এ ছাড়া উদ্ধার করা মোবাইল ফোন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। তদন্তের পর রহস্য উন্মোচন করা হবে।

নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, লাশ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল। পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

গত রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খুলনার রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেসমেন্ট থেকে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজন ও ঘনিষ্ঠজনেরা তার মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলছেন, কেউ কেউ ‘আত্মহত্যার প্ররোচনা’ আখ্যা দিয়েছেন। রহস্যজনক এ মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে খুলনার সাংবাদিক সমাজ।

জ্যেষ্ঠ সাংবাদিক বুলু দৈনিক বঙ্গবাণী পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। তিনি অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ, চ্যানেল ওয়ান, ইউএনবি, দৈনিক প্রবাহ পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহায্যের আবেদনে যত টাকা পেলেন তাসনিম জারা

নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫

ব্লকবাস্টার সিনেমার সুপারফ্লপ রিমেক

তারেক রহমানের ফেরার দিনে পোশাক কারখানায় যে পরামর্শ দিল বিজিএমইএ

হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীকে

ভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

রুমিন ফারহানার আসনে যে প্রার্থী দিল বিএনপি

ড্যাবের উদ্যোগে ১ হাজার রোগী পেলেন ফ্রি চিকিৎসাসেবা

১১৯ আসনে প্রার্থী দিল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটি মানুষ উপস্থিত হবে : রিজভী

১০

সার সংকটে চরম বিপাকে উত্তরাঞ্চলের আলু চাষিরা

১১

নীলফামারী-১ / খালেদা জিয়ার ভাগ্নের বদলে যে প্রার্থী দিল বিএনপি

১২

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে : সালাহউদ্দিন আহমদ

১৩

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার পেসার

১৪

বিএনপির কাছে যে আবেদন জানালেন জমিয়ত সভাপতি

১৫

যেসব খাবার থেকে কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ে, জানাল গবেষণা

১৬

আজকে থেকে যাই হোক, শাড়ি পরে রোমান্টিক ছবি দেব : চমক

১৭

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

১৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৯

এক মুসলিম দেশে বিপুল অস্ত্র সরবরাহের চুক্তি করল পাকিস্তান

২০
X