কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কাছে যে আবেদন জানালেন জমিয়ত সভাপতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। ছবি : কালবেলা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। ছবি : কালবেলা

বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটিকে চারটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। সেগুলো হলো, নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এবং নারায়ণগঞ্জ-৪ আসনে যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ সময় জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক তার বক্তব্যে বিএনপির কাছে কিছু আবেদন তুলে ধরেন।

তিনি বলেন, ‘বিএনপির কাছে আমাদের এই আবেদন থাকবে, যদি আল্লাহ তায়ালা সরকার গঠনের তাওফিক দেন, তাহলে দেশের জনসাধারণের পাশাপাশি ইসলামি অঙ্গনকে যেন গতিশীল করা হয়।’

জমিয়ত সভাপতি বলেন, ‘বিগত ১৫-১৬ বছরে আওয়ামী লীগ ইসলামের যে অবস্থা ঘটিয়েছে, এখান থেকে যেন আমরা উত্তীর্ণ হতে পারি।’

আগত সরকারের জন্য দোয়া জানিয়ে তিনি আরও বলেন, ‘সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা এবং অর্থনীতি, সমাজনীতি ও ধর্ম নিয়ে সুন্দরভাবে চলার জন্য সামনের সরকারকে যেন রাব্বুল আলামিন তাওফিক দান করেন।’

প্রসঙ্গত, ইসলামি দলগুলোর মধ্যে জমিয়তই এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে রয়েছে। দলটির প্রত্যাশা ছিল দশের অধিক আসন। সেই তালিকায় উল্লিখিত চার নেতা ছাড়া আরও বেশ কয়েকজন ছিলেন। তারা হলেন- সিলেট-৪ আসনে দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী , সিলেট-৬ আসনে মাওলানা ফখরুল ইসলাম ,সুনামগঞ্জ-১ আসনে মাওলানা মুখলেছুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-২ আসনে মাওলানা ড.শুয়াইব আহমদ, নড়াইল-১ আসনে মাওলানা তালহা ইসলাম এবং কিশোরগঞ্জ-১ আসনে মুফতি মুহাম্মদ উল্লাহ জামী।

তবে শেষ পর্যন্ত ৪টি আসন নিয়েই বিএনপির সঙ্গে সমঝোতা হলো জমিয়তের। ফলে সারা দেশে জমিয়তের যারা প্রার্থী ছিলেন তারা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লকবাস্টার সিনেমার সুপারফ্লপ রিমেক

তারেক রহমানের ফেরার দিনে পোশাক কারখানায় যে পরামর্শ দিল বিজিএমইএ

হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীকে

ভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

রুমিন ফারহানার আসনে যে প্রার্থী দিল বিএনপি

ড্যাবের উদ্যোগে ১ হাজার রোগী পেলেন ফ্রি চিকিৎসাসেবা

১১৯ আসনে প্রার্থী দিল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটি মানুষ উপস্থিত হবে : রিজভী

সার সংকটে চরম বিপাকে উত্তরাঞ্চলের আলু চাষিরা

নীলফামারী-১ / খালেদা জিয়ার ভাগ্নের বদলে যে প্রার্থী দিল বিএনপি

১০

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে : সালাহউদ্দিন আহমদ

১১

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার পেসার

১২

বিএনপির কাছে যে আবেদন জানালেন জমিয়ত সভাপতি

১৩

যেসব খাবার থেকে কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ে, জানাল গবেষণা

১৪

আজকে থেকে যাই হোক, শাড়ি পরে রোমান্টিক ছবি দেব : চমক

১৫

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

১৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

এক মুসলিম দেশে বিপুল অস্ত্র সরবরাহের চুক্তি করল পাকিস্তান

১৮

নওগাঁয় প্রস্তুত ১৫০ বাস, ঢাকায় যাবে বিএনপির ২০ হাজার নেতাকর্মী 

১৯

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

২০
X