বন্ধ থাকা চিনিকলগুলো অন্তর্বর্তীকালীন সরকার ফের চালু করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান রশিদুল হাসান।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
আখের চাষ বাড়ানো ও পরিষ্কার-পরিচ্ছন্ন আখ মিলে সরবরাহের লক্ষ্যে স্থানীয় চাষিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক আখচাষি উপস্থিত ছিলেন। সভায় চাষিরা আখের মূল্য বৃদ্ধি, উন্নত জাতের বীজ, সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ ও দ্রুততম সময়ের মধ্যে আখের মূল্য পরিশোধের দাবি জানান। সে সঙ্গে বেশি পরিমাণ জমিতে আখ রোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন আখ মিলে সরবরাহের অঙ্গীকার করেন।
চাষিদের উদ্দেশে বিএসএফআইসি চেয়ারম্যান রশিদুল হাসান বলেন, ‘আখের চাষ বাড়িয়ে বাংলাদেশের চিনিশিল্পকে শক্তিশালী করতে হবে। আমরা এর উন্নত জাত সরবরাহ করছি। ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করা হবে। আমাদের কিছু নিবেদিত আখচাষি দরকার।’
আখের মূল্য বৃদ্ধির দাবিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে রশিদুল হাসান বলেন, ‘আখের মূল্য বৃদ্ধিতে চাষিদের দাবি মন্ত্রণালয়কে জানানোর চেষ্টা করব।’
আখকে দীর্ঘমেয়াদি ফসল হিসেবে উল্লেখ করে জমিতে সাথী ফসল চাষের পরামর্শ দেন বিএসএফআইসি চেয়ারম্যান।
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ ন ম জোবায়েরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের যুগ্ম সচিব এবং পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাজেদুর রহমান, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান সিপিই ড. জেরুন নাহার ফেরদৌস, প্রধান প্রকৌশলী মো. মাহামুদুল হক, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (ফিল্ড রিসার্চ) মো. ইউসুফ আলী ও মোবারকগঞ্জ সুগার মিলের মহাব্যবস্থাপক কৃষি গৌতম মণ্ডল।
চিনিকলটির আখচাষি বদর উদ্দিন, আব্দুল ওয়াদুদ, মিজানুর রহমান, আব্দুস শুকুর আলী ও আব্দুল হাই বক্তব্য দেন।
মন্তব্য করুন