চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

থমথমে হাটহাজারী, ১৪৪ ধারা জারি

সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। ছবি : কালবেলা
সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জশনে জুলুসের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যাপক গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম-খাগড়াছড়ি, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে রেখেছে দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে নিজের ফেসবুক পেজে উসকানিমূলক পোস্ট দিলে উত্তেজনা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরিয়ান ইব্রাহিম নামে এক যুবককে আটক করেছে জেলা পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাটহাজারী এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

একাধিক সূত্রে জানা গেছে, জশনে জুলুসে যাওয়া গাড়িবহরের এক যুবক হাটহাজারী বড় মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিকেলে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। পরে ফটিকছড়ি থানা-পুলিশ ওই যুবককে আটক করে। সন্ধ্যার আগ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর মাদ্রাসার ছাত্ররা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। হাটহাজারী বাসস্ট্যান্ড ভাঙচুর চালানো হয়। অপরদিকে অন্য পক্ষ সড়কে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় দুই পক্ষের ৫০ জনের মতো আহত হন।

নাম প্রকাশ না করার শর্তে অনেক প্রত্যক্ষদর্শীরা জানান, হাটহাজারী মুহুরী হাট বটতল এলাকায় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সড়ক অবরোধকারীরা। এ সময় হাটহাজারী খাগড়াছড়ি সড়কের সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া হাটহাজার দারুল উলুম মাদ্রাসার সামনে সড়কে গাছ ছেলে বেরিকেড দেওয়া হয়।

এসব ঘটনার বিষয় জানতে হাটহাজারী থানার অফিসার ইনচার্জের মুঠোফোন একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। পরে অতিরিক্ত পুলিশ সুপারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় কালবেলার পক্ষ থেকে। কিন্তু তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

অপরদিকে, রাত সাড়ে নয়টার সময় দারুল উলুম মাদ্রাসার মসজিদ মাইকে শিক্ষার্থীদের মাদ্রাসায় ফিরে আসতে অনুরোধ জানান মুহাদ্দিস আহাম্মদ দিদার কাসেমী।

তিনি মসজিদ মাইকে শিক্ষার্থীদের মাদ্রাসায় ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, তোমাদের দাবি প্রশাসন মেনে নিয়েছে। যাকে আটকের জন্য তোমরা বিক্ষোভ করেছিলে প্রশাসন তাকে আটক করেছে। এখন তোমাদের সবাইকে মাদ্রাসায় ফেরত আসার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে অপপ্রচারের প্রতিবাদ সংখ্যালঘু ঐক্যমোর্চার 

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে নানা কর্মকাণ্ডে হিন্দুদের মধ্যে উদ্বেগ-শঙ্কা

গ্রোকিপিডিয়া চালু করলেন ইলন মাস্ক

উইটনে ‘ইসলামী স্টাডিজ প্রজেক্ট এক্সিবিশন’

আসিয়ানের সভাপতির দায়িত্বে ফিলিপাইন

পাকিস্তান-আফগানিস্তান  / সমঝোতা ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা

ভুয়া জুলাই-যোদ্ধার তালিকায় যাদের নাম

নাইটহুড সম্মাননা পেলেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকৃতি রিজওয়ানের

১০

বিসিবিতে জমা পড়ল ৯০০ পৃষ্ঠার বিপিএল দুর্নীতির তদন্ত প্রতিবেদন

১১

সাভারে বিশ্ববিদ্যালয় সংঘর্ষে তদন্ত কমিটি, থানায় অভিযোগ দায়ের

১২

খড়ের মাঠ দখল নিয়ে গোলাগুলি, নিহত বেড়ে ৩

১৩

গাজায় নতুন করে তীব্র হামলার নির্দেশ নেতানিয়াহুর

১৪

বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে আদর্শ মডেল বিবেচনা করে মালদ্বীপ

১৫

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের সম্পর্ক স্পষ্ট করলেন গোলাম পরওয়ার

১৬

মেঘনায় ইলিশ কম, ধরা পড়ছে জাটকা

১৭

হোমনায় আজিজুর রহমান মোল্লার ৩১ দফার লিফলেট বিতরণ

১৮

‘মনোনয়ন পাওয়ার পর মিছিল ও মিষ্টি বিতরণ করা যাবে না’

১৯

সেদিন আ.লীগের নৃশংসতা অবাক বিস্ময়ে দেখেছে বিশ্ববাসী : রাশেদ প্রধান

২০
X