

মনোনয়নপত্র জমাদানের শেষদিন সোমবার সকাল থেকেই চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালী।
মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থী শামসুজ্জামান হেলালী বলেন, চট্টগ্রাম-১০ আসনের সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে ইনশাআল্লাহ একটি কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে চাই।
এ সময় চট্টগ্রাম মহানগরী আমীর নজরুল ইসলাম,এস এম লুৎফর রহমান, ফখরে জাহান সিরাজী, ফারুকে আজম,মাহবুবুল হাসান,আলমগীর ভূঁইয়া,নুরুল আলম,মাহফুজুল আলম,আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন