বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পাগলা ঘোড়ার কামড়ে সাংবাদিকসহ আহত ১৫

ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। ছবি : কালবেলা
ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। ছবি : কালবেলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরসদরে পাগলা ঘোড়ার কামড়ে কমপক্ষে ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে তাকেই কামড়াচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (০৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া গত দুই দিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে ২০ জনের মতো আহত হয়েছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজন হলেন উপজেলার পৌর সদরের বাসিন্দা কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪)। এ ছাড়া আরও অনেকেই আক্রান্ত হয়েছেন, তবে বাকিদের প্রাথমিকভাবে নাম পরিচয় জানা সম্ভব হয়নি। যারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

পৌর সদরের কলেজ রোড এলাকার বাসিন্দা ইদ্রিস বাকের বলেন, হঠাৎ করে নারী-পুরুষসহ বেশ কয়েকজন ঘোড়ার কামড়ে আহত হন। সকালে পাগলা ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পৌর সদরের আঁধারকোঠা এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিন খান বলেন, পৌর সদরের বিভিন্ন স্থানে নারীসহ কমপক্ষে ১০ থেকে ১৫ জন আহত হন। পাগলা ঘোড়াটি সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়ানোর পর ঘোড়াও পাগলের মতো আচরণ করছে।

পাগলা ঘোড়ার কামড়ে মারাত্মক আহত সাংবাদিক কাজী হাসান ফিরোজ বলেন, সকালে হাঁটা-হাঁটির জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম। চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে কিছু বুঝে ওঠার আগেই পেছনের কোমড়ে কামড় দেয়। তাৎক্ষণিক লোকজন এসে উদ্ধার করেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে বাড়িতে চলে আসি। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আমার জানা মতে, আজ সকালেই কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। আহতদের ব্যথানাশক ওষুধ ও টিটিনাস ইনজেকশন দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনজি চালকদের জরুরি নির্দেশনা দিলেন এসএমপি কমিশনার

যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রামে ভিড়ল জাহাজ

মুফতি অপহরণ  / আগেই কোনো পক্ষকে দায়ী না করার আহ্বান জিএমপির

বিশেষ একটি প্রতীকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে কোথায় আছে : মুরাদ

নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে সরাতে হবে : আমীর খসরু 

সুবিধাবাদী মহল ইসলামকে নিজেদের মতো উপস্থাপন করতে চাইছে : জমিয়ত

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি সব সিদ্ধান্ত বাতিলের দাবি

৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক 

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ২১ দফা দাবি বিএফইউজের 

প্রভাতফেরী’র সদস্য মরহুমা হাসনেয়ারার স্মরণসভা

১০

বিএনপিতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী

১১

নির্বাচনের আগেই গণভোট হতে হবে : মামুনুল হক

১২

চলনবিল থেকে বিশ্বমঞ্চে, রেজোয়ানের ভাসমান স্কুল পেল ইউনেস্কো পুরস্কার

১৩

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

১৪

বাংলাদেশে অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের দুটি নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন করল এস সি জনসন

১৫

পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মীরা

১৬

বিভাজন কোনোভাবেই জয় আনবে না : ডা. জাহিদ

১৭

‘বাংলাদেশের জন্য তারেক রহমানের ভিশনারি নেতৃত্বের বিকল্প নেই’

১৮

খতমে নবুওয়তের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

১৯

একটা দল শেখ হাসিনার মতোই মিথ্যাচার করছে : রিজভী

২০
X