রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পাগলা ঘোড়ার কামড়ে সাংবাদিকসহ আহত ১৫

ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। ছবি : কালবেলা
ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। ছবি : কালবেলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরসদরে পাগলা ঘোড়ার কামড়ে কমপক্ষে ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে তাকেই কামড়াচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (০৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া গত দুই দিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে ২০ জনের মতো আহত হয়েছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজন হলেন উপজেলার পৌর সদরের বাসিন্দা কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪)। এ ছাড়া আরও অনেকেই আক্রান্ত হয়েছেন, তবে বাকিদের প্রাথমিকভাবে নাম পরিচয় জানা সম্ভব হয়নি। যারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

পৌর সদরের কলেজ রোড এলাকার বাসিন্দা ইদ্রিস বাকের বলেন, হঠাৎ করে নারী-পুরুষসহ বেশ কয়েকজন ঘোড়ার কামড়ে আহত হন। সকালে পাগলা ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পৌর সদরের আঁধারকোঠা এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিন খান বলেন, পৌর সদরের বিভিন্ন স্থানে নারীসহ কমপক্ষে ১০ থেকে ১৫ জন আহত হন। পাগলা ঘোড়াটি সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়ানোর পর ঘোড়াও পাগলের মতো আচরণ করছে।

পাগলা ঘোড়ার কামড়ে মারাত্মক আহত সাংবাদিক কাজী হাসান ফিরোজ বলেন, সকালে হাঁটা-হাঁটির জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম। চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে কিছু বুঝে ওঠার আগেই পেছনের কোমড়ে কামড় দেয়। তাৎক্ষণিক লোকজন এসে উদ্ধার করেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে বাড়িতে চলে আসি। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আমার জানা মতে, আজ সকালেই কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। আহতদের ব্যথানাশক ওষুধ ও টিটিনাস ইনজেকশন দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি ভেবে আইলের পাশে বোতলে রাখা কীটনাশক পান করলেন যুবক

খুবিতে কুআর চাকরি মেলা শুরু

অধিনায়কের দায়িত্ব পেলেন নাঈম শেখ

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি, দুজন কারাগারে

চন্দ্রগ্রহণ নিয়ে দেশে যত ভুল ধারণা

বাতাস থেকেই পাওয়া যাবে খাবার পানি

বাংলাদেশে উবার ওয়ান মেম্বারশিপ প্রোগ্রামের যাত্রা শুরু

এবার খিলগাঁও থেকে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দল নেতাকে কোপানোর ঘটনায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে মামলা

১০

আবারও একই সঙ্গে মাঠে নামছেন সাকিব-মাহমুদউল্লাহ

১১

শিশুর নখ-চুল কত দিন পর ফেলতে হবে?

১২

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসংকেত

১৩

বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

১৪

স্ত্রীর কথা মেনে চলা স্বামীরাই সুখী ও সফল হন, দাবি গবেষণার

১৫

সামাজিক যোগাযোগ মাধ্যমের লোভনীয় অফার থেকে সাবধান করল ডিএসই

১৬

রাকসুতে ছাত্রদলের প্যানেলে লড়বেন জাতীয় দলের ফুটবলার নার্গিস

১৭

বিনা পাসে সুন্দরবনে প্রবেশ, কারাগারে ৩

১৮

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বনির্ভর করতে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ উপদেষ্টা

১৯

সম্পূর্ণ নিরপেক্ষভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে : ইসি আনোয়ারুল

২০
X