চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

প্রবাসে যাওয়ার ১৮ দিন পর ফিরলেন কফিনবন্দি হয়ে

শফিকুল ইসলাম মানিক। ছবি : সংগৃহীত
শফিকুল ইসলাম মানিক। ছবি : সংগৃহীত

দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী—অন্যদিকে কোলে বসে আছে চার বছরের একমাত্র মেয়ে জান্নাতুল মাওয়া। বাড়ির আঙিনা লোকজনে ভরপুর, তবু সবার চোখে শুধু অশ্রু। কেউ ভাবতেও পারেনি—মাত্র ক’দিন আগে হাসিমুখে বিদেশে যাত্রা করা মানুষটি ফিরবেন কফিনবন্দি হয়ে। প্রবাসে যাওয়ার মাত্র ১৮ দিনের মাথায় কর্মস্থলে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন নোয়াখালীর শফিকুল ইসলাম মানিক।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে তার মরদেহ নিজ গ্রামে পৌঁছালে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। একনজর প্রিয় মানুষটিকে দেখতে ভিড় করেন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকার শত শত নারী-পুরুষ।

শফিকুল ইসলাম মানিক (৪০) চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বানসা গ্রামের পোদ্দার বাড়ির মৃত নূর মোহাম্মদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই মাসের ছুটি শেষে ৪ নভেম্বর আবুধাবিতে ফেরেন মানিক। ২২ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে কর্মস্থলে হঠাৎ স্ট্রোক করলে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার রাতে বানসা মধ্যপাড়া বাইতুন নুর জামে মসজিদের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হয়। শেষবারের মতো মরদেহ দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় করেন।

মানিকের ছোট ভাই প্রবাসী জাবেদ হোসেন বলেন, আমার ভাই ১৭ বছর ধরে প্রবাসে ছিলেন। সংসারের সব দায়িত্ব তিনিই সামলাতেন। আবুধাবিতে তিনি কাজ করতেন। তার মতো মানুষকে হারিয়ে আমাদের পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে।

জানাজার ইমাম মাওলানা মোহাম্মদ আফসার বলেন, মানিক ভাইয়ের স্ত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা, আর চার বছরের সন্তানটি কান্না থামাতে পারছে না। স্ত্রী বারবার অজ্ঞান হয়ে পড়ছেন। ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে দীর্ঘদিন প্রবাসে থাকলেন; কিন্তু সবকিছু ছেড়ে শেষ পর্যন্ত কফিনবন্দি হয়েই দেশে ফিরতে হলো তাকে।

নিহতের আত্মীয় শিপন ইকবাল বলেন, মানিক ভাইয়ের ব্যবহার অনেক ভালো ছিল। দেখা হলেই তিনি হাসিমুখে কথা বলতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য অনেক মানুষজন এসেছে।

চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ভাগ্য পরিবর্তনের আশায় প্রবাসে গিয়েছিলেন মানিক। কিন্তু তার এ ফেরা জীবনের শেষ ফেরা হবে—এটা কেউ ভাবেনি। এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। শত শত মানুষ এসে তাকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতি ইশরাকের

প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর

আরও ১১ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

রবিনের ধানের শীষেই আস্থা সাধারণ ভোটারদের 

হাদি হত্যা / ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ফের রিমান্ডে 

বেকার সমস্যা সমাধানে বৃহৎ পরিকল্পনা নিয়ে মাঠে বিএনপি : মিন্টু

ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের

পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে নতুন পরিকল্পনা উত্তর কোরিয়ার

১০

‘ঈশ্বরের আশীর্বাদ পাওয়া এক জাদুকর মেসি’

১১

সোহেল হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

১২

আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা ৮-এ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

১৩

নিজ দলের প্রার্থীকেই অবাঞ্ছিত ঘোষণা গণঅধিকারের নেতাকর্মীদের

১৪

লক্ষ্মীপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৫

বিয়ের আগে যে ৭ প্রস্তুতি নেওয়া জরুরি

১৬

প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি পায় : মারিয়া মিম

১৭

রমজানে বিনামূল্যে ইফতার পাবেন ১২ লাখ মানুষ

১৮

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, কারাগারে জেষ্ঠ্য সহকারী সচিব

১৯

বিএনপি ও জামায়াতের নেতাকে শোকজ

২০
X