রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী সিটি নির্বাচন

কাউন্সিলর প্রার্থীর মিছিলে কটটেল হামলা, আহত অর্ধশতাধিক

কাউন্সিলর প্রার্থীর মিছিলে কটটেল হামলা, আহত অর্ধশতাধিক

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতির নির্বাচনী মিছিলে ককটেল হামলার ঘটনায় অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন।

শনিবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপর কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলাম রুবেলের সমর্থকরা এ হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে নগরীর ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার মিছিলের আয়োজন করে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মতিউর রহমান মতি। মিছিলটি যখন নগরীর চণ্ডিপুর এলাকায় অবস্থান করে অপর কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলাম রুবেলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ঠিক তখনই কাউন্সিলর প্রার্থী রুবেল নিজে অপর কাউন্সিলর প্রার্থী মতির নারী কর্মীদের লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে শিখা, লিজা, হানিফ, তাসলিমা, স্মরণ, শিল্পীসহ মতির বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়। পরে রুবেলের কর্মী-সমর্থকরা লাঠিসোটা, রড, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে মিছিলের মাঝ বরাবর হামলা চালায়। এতে আরও বেশ কয়েকজন আহত হয়। হামলায় সবমিলিয়ে প্রায় অর্ধ-শতাধিক নেতাকর্মী আহত হয় বলে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ছাড়া ৯ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩ ও ৭ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কাউন্সিলর প্রার্থী মতিউর রহমান মতি বলেন, ‘আমার টিফিন ক্যারিয়ার প্রতীকের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মী-সমর্থকরা বিশাল মিছিল বের করে। মিছিলটি নগরীর চণ্ডিপুর এলাকায় অপর কাউন্সিলর প্রার্থী রুবেলের বাড়ির সামনে দিয়ে অতিক্রম করার সময় রুবেল রাস্তার পাশে তার বাসার অংশ থেকে নিজে আমার মিছিল লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তার ক্যাডার বাহিনী বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিলের মাঝখানে নারী ভোটারদের লক্ষ্য করে হামলা চালায়। হামলায় সবমিলিয়ে প্রায় অর্ধ-শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিছিলে অংশ নেয়া আমার দুই থেকে তিনজন নারী ভোটারদের খুঁজে পাওয়া যাচ্ছে না।’

জানতে চাইলে অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলাম রুবেলের মুঠোফোনে ফোন করা হলে অপর একজন রিসিভ করে কালবেলাকে বলেন, ‘উনি (রুবেল) ব্যস্ত আছেন। পরে কথা বলবেন।’

নগরীর রাজপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি, তদন্ত) কাজল নন্দী কালবেলাকে বলেন, ‘আমরা হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে।’

রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন কালবেলাকে বলেন, ‘ভুক্তভোগী কাউন্সিলর প্রার্থী আমাকে ফোন করে মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছেন। সঙ্গে সঙ্গে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেছি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রোটিয়া টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার

রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, জামিন দেওয়ায় বাদীর ক্ষোভ

রাশিয়ার পারমাণবিক প্লান্টে আগুন

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

মেডিকেলে ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেলে নবদম্পতির সংসার

যুদ্ধ সক্ষমতা ও বিশেষ প্রযুক্তি দেখাল উত্তর কোরিয়া

জঙ্গলে রহস্যময় জ্বলন্ত গাড়িতে পাওয়া গেল ২ পুরুষের মরদেহ

ডাকাতি করে পালানোর সময় ২ জনকে গণপিটুনি

দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাক তারকা ক্রিকেটারের, এবার যেন হারাবেন পদটাই

১০

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

১১

বিপাকে স্বরা ভাস্কর

১২

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

১৩

মাঝ আকাশে নগ্ন অবস্থায় ধরা বিমানবালা

১৪

মরদেহ দাফনের পর জীবিত ফিরে এলো রবিউল!

১৫

সারাক্ষণ চার্জার প্লাগে রাখেন? জেনে নিন কী হতে পারে

১৬

এশিয়া কাপে ভারতের একাদশ কেমন হবে, জানালেন তারকা ক্রিকেটার

১৭

বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত

১৮

মোদিকে আদর্শগত শত্রু হিসেবে চিহ্নিত করলেন বিজয়

১৯

কেবিন ক্রুদের আসল কাজ কী

২০
X