ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে সড়ক ও রেল বন্ধ করার ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য সড়ক, মহাসড়ক ও রেলপথ বন্ধের ঘোষণা দেন আলগী ও হামিরদী ইউনিয়নের চেয়ারম্যানরা। ছবি : কালবেলা
অনির্দিষ্টকালের জন্য সড়ক, মহাসড়ক ও রেলপথ বন্ধের ঘোষণা দেন আলগী ও হামিরদী ইউনিয়নের চেয়ারম্যানরা। ছবি : কালবেলা

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় টানা তৃতীয় দিনের অবরোধ শেষে দুই দিনের বিরতি নিয়েছেন আন্দোলনকারীরা। তবে তারা ঘোষণা দিয়েছেন, আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে বিরতিহীনভাবে সব সড়ক, মহাসড়ক ও রেলপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবেন তারা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া এবং হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ খোকন মিয়া এ ঘোষণা দেন।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসনের আওতাধীন ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদীকে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা-সালথা) সঙ্গে যুক্ত করে। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়।

৫ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে অবরোধ করে। পরে ভাঙ্গা উপজেলা প্রশাসন তিন দিনের সময় চাওয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়। তবে প্রশাসনের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পেয়ে আলগী ও হামিরদীর বাসিন্দারা ৯ সেপ্টেম্বর থেকে লাগাতার অবরোধ শুরু করেন। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে।

দ্বিতীয় দিন থেকে তাদের আন্দোলনে যোগ দেয় ভাঙ্গা উপজেলা বিএনপি, নিক্সন চৌধুরীর সমর্থকরা, ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিসসহ অন্যান্য রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠন। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, বৈদ্যুতিক খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ চালানো হয়। তৃতীয় দিন থেকে খুলনা-ঢাকা রেলপথও বন্ধ করে দেওয়া হয়।

এরপর জুমার দিন ও সাপ্তাহিক ছুটির দিন বিবেচনা করে আন্দোলনকারীরা দুই দিনের জন্য অবরোধ স্থগিত করেন। তবে তারা জানিয়ে দিয়েছেন, একদফা এক দাবি— আলগী ও হামিরদী ইউনিয়নকে ফের ফরিদপুর-৪ আসনের সঙ্গে যুক্ত করা না হলে ১৪ সেপ্টেম্বর রোববার থেকে বিরতিহীনভাবে রাত-দিন মিলিয়ে সব সড়ক, মহাসড়ক ও রেলপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া কালবেলাকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি। আমাদের একদফা এক দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব সড়ক, মহাসড়ক ও রেলপথ বন্ধ থাকবে। জীবন বাজি রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি। তবুও আমরা ভাঙ্গা ছেড়ে অন্য কোথাও যাব না।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান কালবেলাকে বলেন, অবরোধ তুলে নিতে আমরা দুই ইউনিয়নের মানুষের সঙ্গে আলোচনা চালাচ্ছি। তাদের সিদ্ধান্ত ও বক্তব্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের বাংলাদেশ গড়তে চাই : মামুনুল হক

রাকসুর ফান্ডের ২২ বছরের হিসাব জানে না প্রশাসন

লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম, ৭ দিনে দ্বিগুণ

বিএনপির কেউ বিদ্রোহী হলে ছাড় নেই : মিফতাহ সিদ্দিকী

বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি

বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে রোনালদোর বিস্ফোরক মন্তব্য

বিএনপির প্রচারণায় গুলি, নিহত ১

হাকিমিকে নিয়ে বড় দুঃসংবাদ পেল মরোক্কো

তুরস্কের অনারারি কনসাল জেনারেল হিসেবে মোস্তফার নিয়োগ অনুমোদন

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা, ২ ফিলিস্তিনি নিহত

১০

ঝিনাইদহে যুবলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

১১

আতিফ আসলামকে বাংলাদেশে আনার চেষ্টা

১২

ডলারের লোভে মাদ্রাসা শিক্ষকের ৪৪ লাখ টাকা আত্মসাৎ, দুই নাইজেরিয়ান রিমান্ডে

১৩

প্রাথমিকে ১০২১৯ শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

১৪

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় সাত দিনের কর্মসূচি ঘোষণা

১৫

হিমালয়ে ধাতব পাত্রে আটকে গেল ভালুক শাবকের মাথা, অতপর...

১৬

আইসিসি থেকে সুখবর পেলেন তানজিদ

১৭

রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই : মামুন

১৮

পাকিস্তানে মিলল বিশাল স্বর্ণ ভান্ডার, মজুত কতটুকু

১৯

নোয়াখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ

২০
X