জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, শক্তি ও জোরের দিন শেষ, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার প্রমাণ। শক্তি ও জোর করে ভোট আদায় করা যায় না।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পটুয়াখালীর বাউফলের কাগুজিরপুল এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ইবনেসিনা প্রাইমারি হেলথ কেয়ার আউটডোর সেন্টারের উদ্বোধন উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচনী এলাকা বাউফলের প্রতি ইঙ্গিত করে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এখানেও আমি অনুরোধ করব ভাইয়েরা কেউ শক্তি দেখাতে যাইয়েন না। শক্তি দিয়ে মাটি দখল করা যায়, মানুষের অন্তর দখল করা যায় না। তার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। এর আর একটি প্রমাণ হবে বাউফল উপজেলা।
তিনি বলেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আর কিছু দিন পর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আমরা খুব ভালো করে এটা অনুধাবন করি, ২০২৪ সালের ৫ আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে একটি সরকারই শুধু পরিবর্তন হয়নি; পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা এরকম আর কোনো পরিস্থিতি দেখতে চাই না। এরকম কোনো ফ্যাসিবাদ আবার তৈরি হোক তা চাই না। কারণ শেখ হাসিনাকে যারা ফ্যাসিবাদী করেছে শেখ হাসিনা তাদের রেখে পালিয়েছে, আর তারাও তাকে পাহারা দিয়ে রক্ষা করতে পারেনি।
মন্তব্য করুন