

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির জিম্মায় দেওয়া হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে বিএসএফ-বিজিবির পতাকা বৈঠকে তাদের হস্তান্তর করা হয়।
এর আগে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাদের আটক করে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি ও ভারতের আমুদিয়া কোম্পানি কমান্ডারের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বাংলাদেশি নাগরিকদের থানার মাধ্যমে জিম্মায় দেওয়া হয়। তারা সকলে সাতক্ষীরা জেলার বাসিন্দা। তাদের নাম ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন