সিলেট ব্যুরো
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাদাপাথরকাণ্ডে বিএনপির দুই নেতাকে শোকজ

বহিষ্কৃত আব্দুল মন্নান মনাফ ও আলী আকবর। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত আব্দুল মন্নান মনাফ ও আলী আকবর। ছবি : সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুট-চুরির মামলায় গ্রেপ্তার মূলহোতা উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে মুক্তি দাবি করে বিবৃতি দেওয়ার ঘটনায় দুই বিএনপি নেতাকে শোকজ করা হয়েছে। পরে ৩ দিনের মধ্যে জেলা বিএনপির কাছে তাদের লিখিত আকারে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে তাদের শোকজ করা হয়।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি আব্দুল মন্নান মনাফ ও সাধারণ সম্পাদক আলী আকবর।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

এর আগে গত সোমবার উপজেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের মুক্তি দাবি জানানো হয়। গত শনিবার রাতে সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। গত ১১ আগস্ট কেন্দ্রীয় বিএনপি চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে সাহাব উদ্দিনের পদ স্থগিত করে। সাদাপাথর লুটের পর থেকেই সাহাব উদ্দিন এ ঘটনার অন্যতম হোতা বলে আলোচিত হয়ে আসছে।

সাহাব উদ্দিনের মুক্তি দাবি করে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি আব্দুল মন্নান মনাফ ও সাধারণ সম্পাদক আলী আকবর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সাহাব উদ্দিন বিগত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক ও মিথ্যা মামলায় নির্যাতিত নেতা। তাকে সাদাপাথর লুটের মামলায় মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোয় উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়। উপজেলা বিএনপির বিবৃতিতে সাহাব উদ্দিনের বিষয়ে ‘মিথ্যা অভিযোগে সদ্য পদ স্থগিত হয়েছে’ বলে দাবি করা হয়েছে।

সাহাব উদ্দিনকে গ্রেপ্তারের পর র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে ‘সাদাপাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূলহোতা’ হিসেবে উল্লেখ করে। সাদাপাথর লুটের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় গত ১৫ আগস্ট খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় অজ্ঞাতনামা এক হাজার থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে বরিশাল বিশ্বিদ্যালয়ের ১১ শিক্ষকের শোক

জানাজায় অংশগ্রহণকারীদের জন্য যে সুসংবাদ দিয়েছেন নবীজি (সা.)

খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

তিনি শুধু নেতা নন, ইতিহাসের এক অধ্যায়: ববি

ট্রেনের ধাক্কায় মারা গেলেন বিশ্বকাপ খেলা ক্রিকেটার

যুক্তরাষ্ট্রে টিকটক চলবে তো? যা জানা গেল

বছরের শুরুতে আল্লাহর রহমত চেয়ে যে দোয়া করবেন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিশ্বকাপ জেতা তারকা ক্রিকেটার

শুটারগানসহ তৌহিদুল গ্রেপ্তার

১০

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

১১

শ্বশুরবাড়ির উঠানে পড়ে ছিল যুবকের মরদেহ

১২

মুমিনের নতুন বছরের প্রথম রাত যেমন হওয়া উচিত

১৩

হলফনামায় যত টাকার সম্পদ দেখালেন মির্জা ফখরুল

১৪

খালেদা জিয়াকে বিদায় জানাতে মানুষের ঢল

১৫

থানায় ঢুকে পুলিশ সদস্যের ওপর হামলা

১৬

জানাজা নামাজের নিয়ত, নিয়ম ও দোয়া

১৭

যত টাকার সম্পদ দেখালেন হাসনাত আব্দুল্লাহ

১৮

২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

১৯

খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে 

২০
X