ইসলাম ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জানাজায় অংশগ্রহণকারীদের জন্য যে সুসংবাদ দিয়েছেন নবীজি (সা.)

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পৃথিবীর কোলে জন্ম নিলে একদিন মারা যেতে হবে। মায়াঘেরা দুনিয়ার রূপ-রঙ ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমাতে হবে। রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কেয়ামতের দিন পাবে।’ (সুরা আলে ইমরান : ১৮৫, সুরা আনকাবুত : ৫৭)

মৃত্যুর পর পরকালীন জীবনের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যারা এ মঞ্জিল থেকে সহজে মুক্তি পাবেন, তাদের বাকি মঞ্জিলগুলো সহজ ও আরামদায়ক হবে। আর যারা এ মঞ্জিলে শাস্তি পাবেন, তাদের পরবর্তী মঞ্জিলগুলো আরও ভয়ংকর হবে।

হাদিসে এসেছে, কেউ মৃত্যুবরণ করলে দ্রুত তার গোসল, কাফন, জানাজা ও দাফনের কাজ যথাসম্ভব সম্পন্ন করা উচিত। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, তোমরা মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দাফন করবে। যদি সে নেক ব্যক্তি হয়, তবে তাকে তোমরা তার কল্যাণের নিকটবর্তী করে দিলে; আর যদি অন্য কিছু হয়, তবে মন্দকে তোমাদের কাঁধ থেকে সরিয়ে দিলে। (বোখারি : ১৩১৫)

শরিয়তের পরিভাষায়, জানাজার নামাজ হলো মৃত ব্যক্তির জন্য দোয়া। এটা নামাজের আকারে করা হয়। মৃত মুসলমানকে কবর দেওয়ার পূর্বে এ নামাজ আদায় করা হয়। মুসলিম কোনো ব্যক্তি ইন্তেকাল করলে মুসলমানদের জন্য এ নামাজ আদায় করা ফরজে কিফায়া। অর্থাৎ কেউ মারা গেলে মহল্লার অল্পসংখ্যক লোক জানাজার নামাজ আদায় করলে বাকিরা দায়িত্বমুক্ত হয়ে যাবে।

একজন মুসলমানের ওপর অন্য মুসলমানের পাঁচটি হক আছে। এর মধ্যে মৃত ব্যক্তির জানাজায় অংশ নেওয়াও একটি হক। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘এক মুসলমানের অধিকার অন্য মুসলমানের ওপর পাঁচটি: সালামের জবাব দেওয়া, রোগীকে দেখতে যাওয়া, জানাজার সঙ্গে যাওয়া, দাওয়াত কবুল করা এবং হাঁচি দিলে তার জবাব দেওয়া।’ (রিয়াদুস সলেহিন: ৯০০)

জানাজায় অংশগ্রহণের ফজিলত

জানাজা ও দাফনকার্যে অংশগ্রহণের লাভ সম্পর্কে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি (আল্লাহর প্রতি) বিশ্বাস রেখে এবং নেকির আশা রেখে কোনো মুসলমানের জানাজার সঙ্গে যাবে এবং তার জানাজার নামাজ আদায় করবে এবং দাফন করা পর্যন্ত তার সঙ্গে থাকবে, সে দুই কিরাত (পরিমাপের একক) সওয়াব নিয়ে (বাড়ি) ফিরবে। এক কিরাত উহুদ পাহাড়ের সমান। আর যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করে মৃতকে সমাধিস্থ করার আগেই ফিরে আসবে, সে এক কিরাত সওয়াব নিয়ে (বাড়ি) ফিরবে।’ (রিয়াদুস সলেহিন: ৯৩৫)

জানাজার নামাজের সংক্ষেপ নিয়ম

কাতারবদ্ধ হয়ে ইমামের পেছনে দাঁড়ানোর পর নিয়ত করে প্রথম তাকবিরের পর ছানা পাঠ, দ্বিতীয় তাকবিরের পর দরুদ শরিফ পড়া। তারপর তৃতীয় তাকবিরের পর দোয়া পড়বেন। এরপর চতুর্থ তাকবির দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।

সংক্ষেপে জানাজার নামাজের নিয়ম হলো, মৃত ব্যক্তিকে সামনে রেখে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য সবাই একত্র হয়ে দাঁড়াবেন। চারবার ‘আল্লাহু আকবার’ তাকবির বলবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

আপোষহীন নক্ষত্রের মহাপ্রয়াণ, শোক ও বিনম্র শ্রদ্ধা : এমডি ইকবাল

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশ প্রকাশ, আছেন যারা

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

সোনা-রুপার বছর ২০২৫

২০২৫ : তেলের দাম টানা তৃতীয় বছরের মতো কমেছে

হাদিকে গুলি করা ফয়সালের ভিডিওবার্তা নিয়ে যা জানা গেল

বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল গ্রেপ্তার

খুরুজের জোড় নিয়ে তাবলিগ মুরুব্বিদের নতুন সিদ্ধান্ত 

১০

খালেদা জিয়ার মৃত্যুতে বরিশাল বিশ্বিদ্যালয়ের ১১ শিক্ষকের শোক

১১

জানাজায় অংশগ্রহণকারীদের জন্য যে সুসংবাদ দিয়েছেন নবীজি (সা.)

১২

খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

১৪

তিনি শুধু নেতা নন, ইতিহাসের এক অধ্যায়: ববি

১৫

ট্রেনের ধাক্কায় মারা গেলেন বিশ্বকাপ খেলা ক্রিকেটার

১৬

যুক্তরাষ্ট্রে টিকটক চলবে তো? যা জানা গেল

১৭

বছরের শুরুতে আল্লাহর রহমত চেয়ে যে দোয়া করবেন

১৮

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিশ্বকাপ জেতা তারকা ক্রিকেটার

১৯

শুটারগানসহ তৌহিদুল গ্রেপ্তার

২০
X