লালমনিরহাটের ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন দেব বাড়ি পূজামণ্ডপে দুর্গাপূজার উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত হাঙ্গেরি দূতাবাসের কনসাল ড. ইভিলিন অলটিয়েন পোলানেক।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন।
দেব বাড়ি পূজামণ্ডপের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে এ সময় ছিলেন সুইডেন প্রবাসী অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকন এবং চট্টগ্রামে হাঙ্গেরি দূতাবাসে নিযুক্ত কনসাল মোকলেসুর রহমান লেনিন।
পূজামণ্ডপের প্রধান পুরোহিত শ্রী রণেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, প্রতি বছরের মতো এ বছরও মা আমাদের জন্য শান্তি ও শুভকামনা নিয়ে এসেছেন। সবার অংশগ্রহণে উৎসবটি হবে মিলনমেলা, যা শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় সহায়ক হবে।
মন্তব্য করুন