লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ করল যুবদল

লালমনিরহাটে যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে সাঁকো নির্মাণ। ছবি : কালবেলা
লালমনিরহাটে যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে সাঁকো নির্মাণ। ছবি : কালবেলা

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলারাড়ী ইউনিয়নের মহিষতলী ঘাট এলাকায় রত্নাই নদীর ওপর নিজ অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করেছে যুবদলের নেতাকর্মীরা। এতে সাঁকোর পূর্ব পাশের আমতলা গ্রাম এবং পশ্চিম পাশে মহিষতলী গ্রামের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সাঁকোটি উদ্বোধন করে জনসাধারণের জন্য উম্মুক্ত করেন জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ।

এ সময় জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল হক, যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, ভেলাবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি ইউপি সদস্য আব্দুল করিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তুজার রহমান মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, রত্নাই নদীর পশ্চিম পাশে জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতলী এলাকা এবং পূর্ব পাশে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকার মানুষের বসবাস। নদীর পূর্বপাশে ৩টি প্রাথমিক, একটি দাখিল মাদ্রাসা ও দুটি উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম পাশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ শতাধিক শিক্ষার্থীসহ প্রায় ১০ হাজার মানুষ নৌকা দিয়ে নদী পার হতেন।

দেশ স্বাধীনের পর থেকে নদীটি দুই ইউনিয়নের মানুষকে বিভক্ত করে রেখেছিল। উৎপাদিত ফসল নিয়ে নদী পার হওয়া ছিল কৃষকদের বিড়ম্বনা। নৌকা ছিল একমাত্র ভরসা। জনসাধারণের ভোগান্তির বিষয়টি অনুধাবন করে নিজেরাই শ্রম ও অর্থ দিয়ে বাঁশের সাঁকোটি নির্মাণ করেছে যুবদলের নেতাকর্মীরা।

স্কুলশিক্ষক আব্দুল মতিন জানান, সাঁকোটির বেশি সুবিধা পাবে দুই পাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী। আগে এসব শিক্ষার্থীদের নৌকায় নদী পার হতে হতো। ফলে বাড়তি খরচ, সময় নষ্ট এবং নিরাপত্তাহীনতা ছিল তাদের নিত্যসঙ্গী। বর্ষায় নদীর পানি বেড়ে গেলে দুর্ভোগ আরও বেড়ে যেত।

৭ম শ্রেণির শিক্ষার্থী মহিউদ্দিন জানায়, এখন সাঁকোটি নির্মাণ হওয়ায় তাদের প্রতিদিনের পথচলা অনেক সহজ হলো। তাদের প্রতিদিন ক্লাসে যেতে আর ঝুঁকি নিয়ে নৌকা পার হতে হবে না। পড়ে গিয়ে বই খাতাও আর ভিজে যাবে না। তারা এখন সহজেই স্কুলে যেতে পারবে।

ভ্যানচালক বিপ্লব মিয়া জানান, সাঁকোটি স্থানীয় কৃষক, শ্রমজীবী এবং সাধারণ মানুষের জীবনে এনে দিয়েছে স্বস্তি। হাটবাজার, ইউনিয়ন পরিষদ ও জেলা শহরে যাতায়াতের পথ কয়েক কিলোমিটার কমে যাওয়ায় সময় ও যাতায়াত ব্যয় দুটিই কমবে। সাঁকোটি তাদের দীর্ঘদিনের যোগাযোগে দুর্ভোগ লাঘব করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির মনোনয়ন না পাওয়া পাঁচ নেতা মনোনয়নপত্র সংগ্রহ

ভারতকে হারিয়ে মোটা অঙ্কের পুরস্কার পাচ্ছে পাকিস্তনের ক্রিকেটাররা

মনোনয়নবঞ্চিত হয়েও দলের নামেই ফরম নিলেন বিএনপি নেতা

স্বর্ণে এবার রেকর্ড সর্বোচ্চ দাম

দিল্লিতে ভিসা কার্যক্রম বন্ধ করল বাংলাদেশ হাইকমিশন

কিউই দাপটে কেঁপে উঠল টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল

ধাক্কা দিয়ে বের করে দেওয়া সেই সচিবের পদোন্নতি

এনসিপি ও ছাত্রদলের তুমুল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

স্নিকো বিতর্কে আইসিসির দিকে আঙুল তুললেন স্টার্ক

গণঅধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার

১০

আ.লীগের আরও এক নেতা গ্রেপ্তার

১১

হাদিকে হত্যা ও পরে কী ঘটানো হবে, সব পূর্বপরিকল্পিত : নাহিদ

১২

স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ করল যুবদল

১৩

বিশ্বকাপ ফাইনালে হারের পর ক্রিকেটই ছাড়তে চেয়েছিলেন রোহিত

১৪

বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করছে জাপান

১৫

অপারেশন ডেভিল হান্টে বাবা-ছেলে গ্রেপ্তার

১৬

২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি

১৭

১৭ বছর পর মনোনয়নপত্র সংগ্রহে সন্তোষ প্রকাশ বিএনপি প্রার্থীদের

১৮

আবেগে পড়ে মনোনয়ন ফরম কিনেছি, আমি দুঃখিত : সাক্কু

১৯

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

২০
X