কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন

নিহত আমজাদ হোসেন ও ইনসেটে ঘাতক রাফি। ছবি : সংগৃহীত
নিহত আমজাদ হোসেন ও ইনসেটে ঘাতক রাফি। ছবি : সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে এক জামায়াত নেতা খুন হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল বাজারে ঘটনাটি ঘটে।

নিহত জামায়াত নেতার নাম আমজাদ হোসেন (২৫)। তিনি কোরআনের হাফেজ ও স্থানীয় ওয়ার্ড যুব জামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন। এ ছাড়াও তিনি ওই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।

অন্যদিকে ঘাতক ছাত্রলীগ নেতার নাম রাফি। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি। এ ছাড়াও তিনি একই এলাকার ছৈয়দ নূরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিসংক্রান্ত কারণে স্থানীয় ছৈয়দ নূরের তথা রাফির পরিবারের সঙ্গে নিহত আমজাদ হোসেনের পরিবারের বিবাদ ও মামলা-মোকদ্দমা ছিল। এর অংশ হিসেবে রাফি ও আরও দুই যুবক মিলে নতুন মহালবাজারে প্রকাশ্যে আমজাদ হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে আমজাদের পেটে দুটি ও পিঠে একটি গভীর ক্ষত হয়। এতে তিনি গুরুতর জখম হন। আঘাত করে হামলাকারীরা পালিয়ে গেলে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ঈদগাঁও হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আমজাদ হোসেনের।

এ ব্যাপারে জানতে চাইলে নিহত আমজাদের বড় ভাই, কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন কালবেলাকে বলেন, আমার ভাই আমজাদকে ছাত্রলীগের চিহ্নিত অস্ত্রধারীরা পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে নির্মমভাবে খুন করেছে। আমি এর বিচার ও খুনিদের ফাঁসি চাই।

কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান অভিযোগ করেন, ঘাতক রাফি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং তাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। সে প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ আমলে নিহত আমজাদদের জমি দখল ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে। এরই ধারাবাহিকতায় এই খুনের ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান কালবেলাকে বলেন, আমার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

ডিভোর্স নিয়ে মুখ খুললেন সালমা

খালেদা জিয়ার মৃত্যুতে জবিতে শোক, নির্বাচন স্থগিতসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

আপোষহীন নক্ষত্রের মহাপ্রয়াণ, শোক ও বিনম্র শ্রদ্ধা : এমডি ইকবাল

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশ প্রকাশ, আছেন যারা

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

সোনা-রুপার বছর ২০২৫

১০

২০২৫ : তেলের দাম টানা তৃতীয় বছরের মতো কমেছে

১১

হাদিকে গুলি করা ফয়সালের ভিডিওবার্তা নিয়ে যা জানা গেল

১২

বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল গ্রেপ্তার

১৪

খুরুজের জোড় নিয়ে তাবলিগ মুরুব্বিদের নতুন সিদ্ধান্ত 

১৫

খালেদা জিয়ার মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষকের শোক

১৬

জানাজায় অংশগ্রহণকারীদের জন্য যে সুসংবাদ দিয়েছেন নবীজি (সা.)

১৭

খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

১৯

তিনি শুধু নেতা নন, ইতিহাসের এক অধ্যায়: ববি

২০
X