পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার সব আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। সারা দেশের মতো ময়মনসিংহে দেবী দুর্গাকে বিদায় জানান তারা।
বুধবার (২ অক্টোবর) সকালে দশমী পূজার আনুষ্ঠানিকতা শেষে বিকেলে ময়মনসিংহের দুর্গাবাড়ি ধর্মসভা মন্দিরে সিঁদুর খেলার পর ব্রহ্মপুত্র নদে বিসর্জন দেওয়া হয় প্রতিমা।
নগরীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে বাদ্যের তালে তালে প্রতিমা নিয়ে নগরীর কাচারিঘাটে প্রতিমা নিয়ে আসেন ভক্তরা। এ সময় সব আনুষ্ঠানিকতা মেনে বিসর্জন দেওয়া হয় দেবী দুর্গাকে। দেবীর বিদায়ে শান্তি কামনা করে আগামী বছরে দেবীর আগমনের অপেক্ষায় থাকবেন সনাতন ধর্মাবলম্বীরা।
এর আগে নারীর দুর্গাবাড়ি মন্দির থেকে বিজয়ার শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রায় জেলা প্রশাসক মফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতারুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এ বছর ময়মনসিংহ জেলায় ৭৮১টি মণ্ডপে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিমা বিসর্জনকে ঘিরে পুলিশ, র্যাব, সাদা পোশাকে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
ময়মনসিংহে উৎসব মুখর পরিবেশে নগরীর কাচারিঘাট ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন করা হয়। ছবি : কালবেলা
মন্তব্য করুন