চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞার খবরে ইলিশের দাম আকাশচুম্বী 

ইলিশ মাছ। ছবি : সংগৃহীত
ইলিশ মাছ। ছবি : সংগৃহীত

মা ইলিশের প্রজননের ২২ দিনের নিষেধাজ্ঞা ৪ অক্টোবর হতে শুরু হওয়ার খবরে শেষমুহূর্তের দিনে বেচাকেনার হাঁকডাকে গরম চাঁদপুরের ইলিশের হাটবাজারগুলো। শেষ দিনে দাম আকাশচুম্বী নিলেও সংকট পদ্মা-মেঘনা নদীর ইলিশের।

শুক্রবার (৩ অক্টোবর) শহরের বড় স্টেশন মাছঘাটসহ আশপাশের বাজার ঘুরলে ইলিশ নিয়ে কেনাবেচায় ক্রেতা-বিক্রেতার মাঝে এমন উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। এ দিনে ২ থেকে আড়াই কেজি ওজনের পদ্মার ইলিশের দাম সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তবু মাছঘাটে দেখা গেছে ইলিশ কিনতে আসা ক্রেতাদের ভিড়।

ক্রেতারা জানান, বরফকল সব বন্ধ থাকবে। দূর-দূরান্তে আত্মীয়স্বজনদের কাছে ইলিশ ২২ দিন পাঠাতে পারব না। তাই দাম যাই হোক এখন সাধ্যমতো ইলিশ কিনে আজই পাঠাতে চাচ্ছি। তবে এখানে ইলিশের চেয়ে ক্রেতা বেশি হওয়ায় দাম লাগামহীন রাখছেন বিক্রেতারা।

রফিক নামে এক ক্রেতা জানান, আমি চরভৈরবী, আনন্দবাজার, আখনের হাটসহ বেশ কয়েকটি আড়তে গিয়ে দেখলাম পদ্মা মেঘনার ইলিশ একেবারেই নেই, যা আছে তাও দাম হাতের নাগালের বাইরে। এখন বড় স্টেশনে এসে হাতিয়া, রামগতির ছোট সাইজের ইলিশ কিনতে গিয়েও উচ্চ দাম হওয়ায় নিতে পারছি না। শুধু ইলিশই নয় বরং ইলিশের ডিমের দামও বেশি চাচ্ছে। তাই আর কেনা হচ্ছে না ইলিশ বা তার ডিম।

হরিণা ঘাটের খুচরা ইলিশ বিক্রেতা আইয়ুব আলী বলেন, গত কয়েকদিন ইলিশ কম পাওয়া যাচ্ছে। যে কারণে ছোট সাইজের ইলিশ হালিপ্রতি (২০০ গ্রাম ওজন) বিক্রি হচ্ছে সাড়ে ৪০০ থেকে ৭০০ টাকা। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকা। আর দুই কেজি ২০০ গ্রাম থেকে আড়াই কেজি পর্যন্ত ওজনের প্রতি কেজি পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকায়।

হরিণা মাছ ঘাটের প্রবীণ মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম ছৈয়াল বলেন, এবার মৌসুমে কমবেশি ইলিশ পাওয়া গেছে। তবে তাজা ইলিশের চাহিদা বেশি থাকায় দাম কমেনি। বড় সাইজের ইলিশের চাহিদা দেশজুড়ে। যারা অনলাইনে ইলিশ বিক্রি করেন তারাও অনেকে এখান থেকে ইলিশ নিতে ভিড় জমিয়েছেন।

এ বিষয়ে চাঁদপুর সদরের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, চলতি বছরে জাটকা রক্ষায় প্রশাসন কঠোর ছিল। ফলে জেলেরা বড় সাইজের ইলিশ পাচ্ছে। তবে ২২ দিনের নিষেধাজ্ঞার খবর তারা দাম অনেক বেশি রাখার বিষয়টি তদারকি করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ধানমন্ডি ৩২ নম্বরে পাল্টাপাল্টি ধাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে প্রতিশ্রুতি আমিনুল হকের

শেখ হাসিনা ও কামালের আপিল করার সুযোগ নিয়ে যা জানা গেল

যুবদলের এক নেতা বহিষ্কার

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে : খন্দকার মোশাররফ

রাজধানীর ২ স্থানে ককটেল বিস্ফোরণ দুর্বৃত্তদের

ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকান

শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, যাত্রীরা আতঙ্কিত

চট্টগ্রাম বন্দরে রুশ যুদ্ধজাহাজ

১০

রায় ঘোষণার পর আ.লীগ অফিসে আগুন

১১

আখাউড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১২

‘ভুডু’ বিতর্কে থামল নাইজেরিয়ার বিশ্বকাপ স্বপ্ন

১৩

‘দুই প্রক্রিয়ায় ভারতকে চিঠি পাঠাবে বাংলাদেশ’

১৪

রায় মনে করিয়ে দিয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয় : রব

১৫

ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি : মান্নান

১৬

টাকার বিনিময়ে মিছিল করতে গিয়ে ধরা

১৭

এসএমসি এন্টারপ্রাইজকে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে প্রাইম ব্যাংক

১৮

ব্যাংকক ম্যারাথনে চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশের পতাকা উড়ালো নাহিদ

১৯

শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ আখ্যা দিয়ে কঠোর শাস্তির দাবি

২০
X