পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন (২৪) নামে যুবক মারা গেছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী-পাবনা রেলরুটের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, জমিতে ইমরান শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিল। পরে রেললাইনের ওপর কানে হেডফোন দিয়ে হাঁটতে থাকে। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
ইমরানের মামা আনোয়ার হোসেন বাচ্চু বলেন, আমার ভাগ্নে ইমরান হিসাব বিজ্ঞান বিভাগ থেকে এমএ পাস করেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থল থেকে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করেছে।
ঈশ্বরদী জিআরপি থানার ওসি জিয়াউর রহমান কালবেলাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন