খুলনার তেরখাদায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের পক্ষ থেকে চার শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার সরকারি নর্থ খুলনা কলেজের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) তেরখাদার নিজ বাসভবনে এ শিক্ষাবৃত্তি তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।
জানা গেছে, মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এই শিক্ষার্থীদের পারিবারিক অসচ্ছলতার কারণে ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছিল। বিষয়টি জানতে পেরে পারভেজ মল্লিক নিজ উদ্যোগে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হাতে এই শিক্ষাবৃত্তি তুলে দেন।
পারভেজ মল্লিক বলেন, সবার জন্য শিক্ষা-এই মূল লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। আমার এলাকার মেধাবীরা যেন অর্থের অভাবে উচ্চশিক্ষার পথ বন্ধ না হয়, সে লক্ষ্যে আমাদের মানবিক সহায়তা কার্যক্রম চালু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এই উদ্যোগের পেছনে রয়েছে শিক্ষার্থীবান্ধব নেতা, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক তুহিন মোল্লা, কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর মো. ফারুক হোসেন।
মন্তব্য করুন