ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

স্রোতের মধ্যে জীবন বাজি রেখে বাঁধ রক্ষা, মহাবিপর্যয় এড়াল বিজিবি

ভারতীয় সীমান্তসংলগ্ন নীলফামারীর ডিমলায় তিস্তা বাঁধের একটি অংশ ভাঙনের মুখে পড়লে বিজিবি জরুরি বাঁধ রক্ষার অভিযানে নামে। ছবি : কালবেলা
ভারতীয় সীমান্তসংলগ্ন নীলফামারীর ডিমলায় তিস্তা বাঁধের একটি অংশ ভাঙনের মুখে পড়লে বিজিবি জরুরি বাঁধ রক্ষার অভিযানে নামে। ছবি : কালবেলা

ভারতীয় সীমান্তসংলগ্ন নীলফামারীর ডিমলা উপজেলায় প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিকভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। হঠাৎ পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছালে আশপাশের জনপদে দেখা দেয় মহাবিপর্যয়ের আশঙ্কা।

ঠিক এমন সংকট মুহূর্তে, রোববার (০৫ অক্টোবর) সন্ধ্যায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) দ্রুত মাঠে নামে। উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ বিওপি ক্যাম্প সংলগ্ন তিস্তা বাঁধের একটি অংশ ভাঙনের মুখে পড়লে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল-দীনের নির্দেশে শুরু হয় জরুরি বাঁধ রক্ষার অভিযান।

লে. কর্নেল সেলিম আল-দীনের নেতৃত্বে বিজিবির জওয়ানরা কোমর-সমান স্রোতের মধ্যে জীবনবিপন্ন করে বালুভর্তি জিও ব্যাগ ও বালির বস্তা দিয়ে বাঁধের দুর্বল অংশে মেরামত কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার টানা প্রচেষ্টায় বাঁধের ভাঙন ঠেকাতে সক্ষম হন তারা। এতে রক্ষা পায় হাজারো মানুষের বসতি, ফসলপূর্ণ জমি, গবাদিপশু এবং বিভিন্ন স্থাপনা।

স্থানীয়দের ভাষায়, বাঁধটি ভেঙে গেলে এক নিমিষেই ১০টি গ্রাম পানিতে তলিয়ে যেত। বিজিবির তৎপরতায় আমরা বেঁচে গেছি।

অভিযান শেষে লে. কর্নেল সেলিম আল-দীন বলেন, ‘মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। বিপদের খবর পাওয়ামাত্র আমরা ‘জিরো আওয়ার অ্যাকশন’ নেই। ৫১ বিজিবির সদস্যদের সহযোগিতায় বাঁধ রক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন হয়।’

তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে বিজিবি শুধু সীমান্ত রক্ষী নয়, বরং মানুষের রক্ষাকবচ হিসেবেও কাজ করছে। তিস্তার তীরে আমরা এক মানবিক দেওয়াল গড়ে তুলেছি।’

বাঁধ রক্ষা পাওয়ায় এলাকায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলে স্থানীয়রা। পশ্চিম ছাতনাই এলাকার কৃষক মজিদ মিয়া বলেন, ‘সেদিন পানির তোড়ে সব শেষ হয়ে যেত। সেলিম আল-দীন স্যার ও তার দলের সাহসিকতায় আমরা আজ ঘরে ফিরেছি। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁধে আপাত স্থিতি ফিরলেও তারা এখনো সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন এবং যে কোনো সম্ভাব্য বিপদের জন্য প্রস্তুত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে এলো নতুন ‘নোট’ ফিচার

আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

ব্যক্তিগত চ্যাট ফাঁসের পর বিয়ে স্থগিত, মুখ খুললেন গায়কের মা

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

লটারির পর একযোগে ৬৪ এসপিকে বদলি

লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

দাঁতের জন্য মারাত্মক খারাপ যে ৫ খাবার

১০

এলিফ্যান্টস ফুট : পাঁচ মিনিট কাছে থাকলেই মৃত্যু

১১

‘কবর থেকে মানুষ যেমন ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না’

১২

বাংলাদেশে অবাধ-অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

১৩

আ.লীগ নেতাদের বিএনপিতে যোগদান

১৪

ধানক্ষেতে মিলল গলাকাটা বিবস্ত্র মরদেহ, পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ

১৫

বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চায় ভারত

১৬

সাগরে লঘুচাপ, নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যেতে মানা

১৭

ভিটামিনের ঘাটতি মেটাতে শীতে কয়টা ডিম খাবেন

১৮

পাগলা শিয়ালের তাণ্ডব : শিশুসহ আহত ২০

১৯

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন

২০
X