সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় ও সঠিক সংবাদ প্রকাশ করায় সম্প্রতি একে একে হামলার শিকার হচ্ছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এর মধ্যে সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ, যমুনা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আয়ুব খান হামলার শিকার হয়েছেন। এ ছাড়া বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তারা আরও বলেন, শুধু এসব ঘটনা নয়— সারা দেশেই প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হত্যার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশ নিয়ে নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের প্রতিনিধি বিধান মজুমদার অনি বলেন, আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত গণমাধ্যমকর্মীরা হামলার শিকার হচ্ছেন। এর মূল কারণ সমাজের দুর্নীতিবাজদের দুর্নীতি প্রকাশ করা। হামলাকারীরা শুধু হামলা করেই ক্ষান্ত হচ্ছেন না, সাংবাদিকদের হত্যা করতেও দ্বিধা করছেন না।
তিনি আরও বলেন, সাংবাদিকদের রক্ষার দায়িত্ব রাষ্ট্রের, তবে রাষ্ট্র এ জায়গাটিতে তাদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এভাবে চলতে থাকলে একদিন নতুন প্রজন্ম এ পেশায় আসতে নিরুৎসাহিত হবে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই— সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এ সময় চ্যানেল এস প্রতিনিধি খোরশেদ আলম বাবুল বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সমাজে ঘটে যাওয়া অনিয়ম ও দুর্নীতি প্রকাশ করা তাদের পেশাগত দায়িত্ব। সেই তথ্য সংগ্রহ করা এখন চরম চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করলে যাদের স্বার্থে আঘাত লাগে, তারাই সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টা চালায়। এ বিষয়ে সমাজের সবার সচেতন হওয়া জরুরি।
মন্তব্য করুন