শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে আলোচিত লিটন হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

শরীযতপুরে লিটন হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন। ছবি : কালবেলা
শরীযতপুরে লিটন হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরায় আলোচিত লিটন বেপারী হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন ও দু’জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তারিক এজাজ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ) দুপুরে শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মো. আমিনুল ইসলাম হিরণ।

মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মোকাদ্দেস মোল্লা, মজিবর মাদবর, আওলাদ মাদবর, সুজন মাদবর, রবুল্লা মাদবর, আব্বাস মাদবর, আব্দুল জলিল খা, এস্কেন্দার মোল্লা, চাঁন মিয়া মাদবর, মকবুল মাদবর ও আল আমিন মাদবর।

এ ছাড়াও তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত নুরুল আমিন খা আটক রয়েছেন। এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত মনির মোল্লা এখনো পলাতক। মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছয়জন পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১০ সালের ৯ মার্চ দুপুর ১২টার দিকে জাজিরা পৌরসভার ৭নং ওয়ার্ডের রাড়ীপাড়া গ্রামের শামছুল মাদবরের বাড়ির সামনে জলিল খা, এসকান্দার মোল্লা, চান মিয়া মাদবর গংরা দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে লিটন বেপারীকে (৩০) গুরুতর আহত করেন। ঘটনার তিন দিন পর লিটন বেপারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত লিটন বেপারী রাড়ীপাড়া এলাকার মৃত আবু সিদ্দিক বেপারীর ছেলে। ঘটনার সময় লিটন বেপারীর স্ত্রী সাবানা ৮ মাসের গর্ভবতী ছিলেন।

এ ঘটনায় জাজিরা থানায় লিটন বেপারীর ভাই মতিউর রহমান বাদী হয়ে ৩৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। কিন্তু মামলার তদন্ত শেষে পুলিশ আরও দুইজনসহ মোট ৩৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয়। ৩৫ জন আসামির মধ্যে মামলার রায়ে ২২ জনকে খালাস দেন আদালত।

লিটন বেপারীর ছেলে রাতুল বেপারী কালবেলাকে জানান, জন্মের পর বাবাকে চোখে দেখিনি, বাবা ডাকতে পারিনি, বাবাকে ছুঁয়ে দেখতে পারিনি, বাবার আদর পাইনি। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের জঘন্য ঘৃণা জানাতে এসেছি। আদালত বাবার হত্যাকারীদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কিন্তু আমি উচ্চ আদালতে বাবার হত্যাকারীদের ফাঁসি চাইব।

মামলার বাদী মতিউর রহমান কালবেলাকে জানান, যারা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে প্রাথমিকভাবে আমরা খুশি। উচ্চ আদালতে যেন এই রায় বহাল থাকে সেই দাবি জানাই।

এ সময় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, লিটন বেপারী ঘটনার তিন দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আদালতের রায়ে আসামিরা সন্তুষ্ট নন। আমরা উচ্চ আদালতে আপিল করব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা হযরত আলী বলেন, দীর্ঘ এক যুগ পর আলোচিত লিটন বেপারী হত্যার রায় দিয়েছেন আদালত। মামলার রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করলে আমরা এর জবাব দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১০

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১১

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১২

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৩

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৪

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

১৫

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

১৬

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

১৭

বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

১৮

ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে : প্রেস সচিব

১৯

ছুটির দিনেও জমজমাট চাকসুর নির্বাচনী প্রচার

২০
X