বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

সাভার উপজেলা পরিষদ মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেন ইউএনও মো. আবুবকর সরকার। ছবি : কালবেলা
সাভার উপজেলা পরিষদ মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেন ইউএনও মো. আবুবকর সরকার। ছবি : কালবেলা

ঢাকার সাভারে উপজেলা পরিষদের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন কর্মকাণ্ডে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। ‘পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও নান্দনিক সাভার’ গড়ার প্রত্যয়ে নানা উদ্যোগ হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মাঠ সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাভার পৌর প্রশাসক মো. আবুবকর সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের কর্মকর্তা, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মাঠে ঘাস রোপণ, ওয়াকওয়ে নির্মাণ, শিশুদের খেলার উপযোগী সামগ্রী স্থাপন, আলোকবাতি বসানোসহ একাধিক সংস্কারকাজের উদ্বোধন হয়।

ইউএনও আবুবকর সরকার বলেন, এই মাঠ শুধু একটি খেলার জায়গা নয়, এটি হবে সবার মিলনমেলা। প্রবীণরা এখানে হাঁটতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন, আর শিশুরা খেলাধুলার মাধ্যমে বেড়ে উঠবে মুক্ত পরিবেশে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই সাভারে ইউএনওর নেতৃত্বে একের পর এক উদ্যোগ জনমানসে আশার আলো জ্বেলেছে। তার প্রশাসনিক দূরদর্শিতা ও মানবিক পদক্ষেপে বদলে যাচ্ছে জনপদের চেহারা। কোথাও পরিবেশ রক্ষায় কঠোর অভিযান, কোথাও উন্নয়ন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন—সব মিলিয়ে সাভারে যেন বইছে নবজাগরণের হাওয়া।

উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়া

উপজেলা ও পৌর এলাকায় প্রায় ৬০০ রাস্তা ও ড্রেন নির্মাণ ও সংস্কার স্থানীয়দের ভোগান্তি অনেকটাই কমিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় এসেছে আধুনিকতা—৬৩৫টি ওয়েস্ট বাসকেট বিতরণ, নন-মটরাইজড ভ্যান ও ডিপিপি প্রণয়ন করে অপসারণে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে প্রশাসন। কোরবানির সময় ৫ হাজার প্লাস্টিক ব্যাগ বিতরণ ছিল সময়োপযোগী পদক্ষেপ।

রাজস্ব আহরণেও এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা। অস্থায়ী পশুর হাট উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দিয়ে তিনগুণ রাজস্ব আদায় করে ইতিহাস সৃষ্টি করেছে উপজেলা প্রশাসন।

শিক্ষা, তরুণ ও মানবিক উদ্যোগ

শিক্ষার মানোন্নয়নে ইউএনওর নেওয়া পদক্ষেপ প্রশংসনীয়। ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে বাইসাইকেল বিতরণ, প্রতিটি স্কুলে শহীদ মিনার নির্মাণ, মেয়েদের জন্য হাইজেনিক কর্নার স্থাপনসহ নানা প্রকল্প চলমান। পরীক্ষায় অসদুপায় রোধে কড়া অবস্থানও প্রশংসিত হয়েছে।

তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ, প্রতিযোগিতা ও ‘তারুণ্যের উৎসব’ আয়োজন করা হয়েছে।

মানবিক উদ্যোগের অংশ হিসেবে লটারির মাধ্যমে ১৪৪টি সাবমার্সিবল টিউবওয়েল বিতরণ, বেদে সম্প্রদায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র ও সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ১৩ হাজার ৫২০ পরিবারে ভিজিএফ চাল বিতরণ স্থানীয়দের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

ঐতিহ্য, শৃঙ্খলা ও সবুজায়ন

জুলাই শহীদদের কবরস্থান সংরক্ষণ, কর্ণপাড়া খাল খনন এবং মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে নেয়া পদক্ষেপ তরুণদের মাঝে দেশপ্রেম জাগিয়েছে। একইসঙ্গে নিয়মিত মোবাইল কোর্ট ও আইনশৃঙ্খলা রক্ষায় ইউএনওর কঠোর ভূমিকা সাভারে এনেছে প্রশাসনিক শৃঙ্খলা।

এ বছর শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদ্‌যাপনে তার তত্ত্বাবধান ছিল প্রশংসনীয়। স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বলেন, এত সুশৃঙ্খলভাবে পূজা আগে কখনও হয়নি।

পরিবেশ রক্ষায় একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি, উপজেলা মাঠে সৌন্দর্যবর্ধন, মডেল মসজিদে ছাদবাগান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন ও পাবলিক লাইব্রেরি সংস্কার—সব মিলিয়ে সাভারের প্রশাসন যেন এগিয়ে যাচ্ছে এক আধুনিক, সবুজ ও মানবিক দিগন্তের দিকে।

‘যেখানে সমস্যা, সেখানেই সমাধান’—এই নীতিতে এগিয়ে চলা ইউএনও আবুবকর সরকারের নেতৃত্বে সাভার আজ এক নবজাগরণের জনপদে পরিণত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১০

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১১

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১২

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৩

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৪

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৫

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৬

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

১৭

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

১৮

ফুটবলকে বিদায় বললেন মেসির আরও এক সতীর্থ

১৯

প্রথমবারের মতো ইউনেস্কোর সভাপতি বাংলাদেশ

২০
X