পাবনায় একটি আবাসিক হোটেল থেকে স্বাধীন সরকার নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে শহরের হামিদ রোডে হোটেল রয়েল প্যালেস থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
স্বাধীন সরকার (৪০) সিরাজগঞ্জ সদর কাজীপুর গজাইল গ্রামের গাজী শাজাহানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে হোটেলে থাকার জন্য রুম নেন স্বাধীন। সকালে হোটেল বয় ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় দেখা যায় স্বাধীনকে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, লাশ উদ্ধার করে থানা মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন