রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি রাজনীতি করে মানুষের মুখে হাসি ফোটানো জন্য : ডা. শামীম 

চাঁদপুর মতলব দক্ষিণে ফ্রি মেডিকেল ক্যাম্পে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। ছবি : কালবেলা
চাঁদপুর মতলব দক্ষিণে ফ্রি মেডিকেল ক্যাম্পে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। ছবি : কালবেলা

তারেক রহমানের নেতৃত্বে এ দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসবে উল্লেখ করে ড্যাবের ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, বিএনপি রাজনীতি করে মানুষের মুখে হাসি ফোটানো জন্য।

শুক্রবার (১০ অক্টোবর) চাঁদপুরের মতলব দক্ষিণের নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আধারা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড্যাবের এই নেতা বলেন, রাজনীতি হচ্ছে জনগণের সেবা করা। আমরা তারেক রহমানের নির্দেশে মানুষের কল্যাণে পাশে আছি সবসময়। তারেক রহমানের নেতৃত্বে এ দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসবে। বিএনপি ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, মাদকের করাল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। যারা মাদকের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। বিএনপিতে মাদক, চাঁদাবাজ, দখলবাজদের কোনো ঠাঁই নেই। বিএনপির নাম করে যদি কেউ চাঁদাবাজি করে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিএনপি তথা ধানের শীষের জোয়ার বইছে বাংলাদেশে। দেশের মানুষ অপেক্ষা করছে কখন আসবে আমাদের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান। তারেক রহমান বছরের পর বছর ত্যাগ-তিতিক্ষা করে খাঁটি সোনায় পরিণত হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে সাম্যের বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, জাতীয়তাবাদীর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ ও গণতন্ত্রের বাংলাদেশ গড়ে উঠবে।

ড্যাবের এই নেতা বলেন, সকলের রক্তচক্ষু ও জেল জুলুম উপেক্ষা করে মতলবে বিএনপি সুসংগঠিত। বিএনপির লোকজনের কারণে আজকে মতলবের মানুষ শান্তি ভোগ করছে। আমরা দুঃসময়ে ছিলাম এখনও আছি এবং সব সময় থাকব। আমরা মানুষের সেবা করতে চাই। এ জন্যই বার বার বিভিন্ন সময় চিকিৎসাসেবাসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছি। মতলব দীর্ঘ ১৭ বছর ধরে শিক্ষায় পিছিয়ে আছে। মতলব তথা দেশের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেবে বিএনপি। বাংলাদেশের প্রতিটি জায়গায় যেন মতলবের লোকজন সেবা দিতে পারে সেই লক্ষ্য কাজ করছি। ভোকেশনাল ইনস্টিটিউট, টেকনিক্যাল কলেজ, নার্সিং কলেজ প্রতিষ্ঠা করে মতলবের মানুষদের উপহার দেব।

নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আলমগীর হোসেন মানিকের সভাপতিত্বে মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য মো. সিরাজুল ইসলাম ও নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য মো. কবির হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য মো. মেজবাহ উদ্দিন মেজু, চাঁদপুর জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মতলব পৌর বিএনপির সহসভাপতি মো. মনির হোসেন ফরাজী, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নূরে আলম মিয়াজী, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শাহাদাত হোসেন অভি, মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইদ্রিস সরকার মুন্না, ছাত্রদল নেতা রাশেদ মামুন প্রমুখ। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক সরকার মাহবুব আহমেদ শামীমের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে সহস্রাধিক নারী পুরুষ, শিশু ও প্রবীণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগ নির্ণয়, স্বাস্থ্য পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এতে এলাকার মানুষ বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

চিকিৎসাসেবা নিতে আসা রুপালী বেগম কালবেলাকে বলেন, ‘বিনা খরচে ডাক্তার দেখাইছি। ওষুধও পেয়েছি। আমাদের সাধারণ মানুষের জন্য এইডা বড় সহায়তা। আল্লাহ বিএনপির মঙ্গল করুক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১০

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১১

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১২

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৩

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৪

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৫

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

১৬

গ্যাস লাইনে বিস্ফোরণ, ভাইয়ের পর চলে গেল বোনও

১৭

ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল নামিবিয়া

১৮

জিয়া পরিবারের ত্যাগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য : কফিল উদ্দিন

১৯

বিএনপিকে ঘায়েল করতে চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল

২০
X