সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নিজ ঘরে স্বামী-স্ত্রীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের খবরে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের খবরে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— সাব্বির হোসেন (২২) ও তার স্ত্রী সিনথিয়া আক্তার (২০)। সাব্বির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে। তাদের সংসারে রয়েছে মাত্র তিন বছরের শিশু সন্তান সাফরান হাসান নূর, যে এখন এক মুহূর্তেই মা-বাবা দুজনকে হারিয়ে অনাথ হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। সম্প্রতি ঝগড়াঝাঁটির মাত্রা আরও বেড়ে যায়। শুক্রবার রাতে প্রতিবেশীরা ঘরে কান্নার শব্দ শুনে ছুটে এলে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় সাব্বির ও সিনথিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক দিন আগে দাম্পত্য কলহের কারণে সিনথিয়া বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। শুক্রবার দুপুরে তাকে স্বামী সাব্বির বাড়িতে নিয়ে আসেন। রাতেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

স্থানীয়দের অনেকে মনে করছেন, দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরেই এমন ভয়াবহ পরিণতি ঘটেছে। ঘটনার পর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। তিন বছরের সাফরানের মুখের দিকে তাকিয়ে সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

একজন প্রতিবেশী বলেন, ওদের ছেলেটা সারাক্ষণ মা-মা বলে কাঁদছে। কেউ তাকে শান্ত করতে পারছে না।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি হত্যাকাণ্ড কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আমরা সব দিক বিবেচনা করে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

গ্যাস লাইনে বিস্ফোরণ, ভাইয়ের পর চলে গেল বোনও

ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল নামিবিয়া

জিয়া পরিবারের ত্যাগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য : কফিল উদ্দিন

১০

বিএনপিকে ঘায়েল করতে চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল

১১

‘গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার প্রকাশ্য ট্রাইব্যুনালে হতে হবে’

১২

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

১৩

নেইমারকে দলে টানতে মরিয়া ইন্টার মায়ামি

১৪

ডিজিএফআই বিলুপ্তের পরিকল্পনা নেই সরকারের : প্রেস সচিব

১৫

বিএনপির মনোনয়ন বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : সালাউদ্দিন আহমদ

১৬

ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

১৭

সরকারি তহবিল স্থগিত, যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো সরকারি কর্মী চাকরিচ্যুত

১৮

আরও কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা হবে কি না, জানালেন প্রেস সচিব

১৯

‘ন্যায়ের সেবায় শৃঙ্খলিত হোন’ নবীন আইনজীবীদের উদ্দেশে বিচারকদের বার্তা

২০
X