নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) রাত ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— সাব্বির হোসেন (২২) ও তার স্ত্রী সিনথিয়া আক্তার (২০)। সাব্বির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে। তাদের সংসারে রয়েছে মাত্র তিন বছরের শিশু সন্তান সাফরান হাসান নূর, যে এখন এক মুহূর্তেই মা-বাবা দুজনকে হারিয়ে অনাথ হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। সম্প্রতি ঝগড়াঝাঁটির মাত্রা আরও বেড়ে যায়। শুক্রবার রাতে প্রতিবেশীরা ঘরে কান্নার শব্দ শুনে ছুটে এলে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় সাব্বির ও সিনথিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক দিন আগে দাম্পত্য কলহের কারণে সিনথিয়া বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। শুক্রবার দুপুরে তাকে স্বামী সাব্বির বাড়িতে নিয়ে আসেন। রাতেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
স্থানীয়দের অনেকে মনে করছেন, দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরেই এমন ভয়াবহ পরিণতি ঘটেছে। ঘটনার পর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। তিন বছরের সাফরানের মুখের দিকে তাকিয়ে সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
একজন প্রতিবেশী বলেন, ওদের ছেলেটা সারাক্ষণ মা-মা বলে কাঁদছে। কেউ তাকে শান্ত করতে পারছে না।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি হত্যাকাণ্ড কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আমরা সব দিক বিবেচনা করে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন