সিলেটে ঝমকালো আয়োজনে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, একটি সংবাদ দেশকে বদলে দিতে পারে। বদলে দেওয়ার সেইসব সংবাদ নিয়ে যাত্রা শুরু করে অল্প দিনেই মানুষের আস্থার জায়গা করে নিয়েছে কালবেলা। কম সময়ে এই পত্রিকাটি প্রত্যাশার চেয়ে বেশি অবদান রাখছে। তারা সময়কে ধারণ করতে পেরেছে।
বক্তারা বলেন, অল্প সময়ে কালবেলা পাঠকের আস্থা অর্জন করেছে, মানুষের কথা বলার সাহসী মঞ্চে পরিণত হয়েছে। সাংবাদিকতা শুধু খবর প্রকাশ নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানুষের দায়িত্ববোধের প্রতিফলন। কালবেলা সেই দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করে যাচ্ছে, নির্ভীকভাবে সত্য তুলে ধরছে।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, কালবেলা আগামীতেও নিরপেক্ষতা, পেশাদারত্ব ও মানবিক সাংবাদিকতার মান ধরে রাখবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট ইমজা হলরুমে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালবেলা সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়। পরে দিনব্যাপী কালবেলা ব্যুরো অফিসে সুধীজনদের আড্ডা ও মিলনমেলায় পরিণত হয়।
কালবেলার বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি সোহেল আহমদ সুহেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার আমিনুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) সাইফুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য সহ-সভাপতি ফয়ছল চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, নর্থইস্ট ইনভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, জেলা জামাতের সেক্রেটারি জয়নাল আবেদীন, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চৌধুরী ভোলা, সিলেট মেট্রোপলিটন ইনর্ভাসিটির উপাচার্য প্রফেসর জহিরুল ইসলাম, ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু।
এছাড়া জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তারেক আজাদ, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফালাহ উদ্দিন, দৈনিক শ্যামল সিলেটের প্রকাশক সামসুজ্জামান জামান, যমুনা অয়েল কোম্পানির ডিরেক্টর সালেহ আহমদ খসরু, দৈনিক আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, মদন মোহন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান রজত কান্তি ভট্রাচার্য, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. প্রণব দেব, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি সাইদুল ইসলাম সাজু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মশরুর রাসেল, সিলেট মহানগর হেফাজতে ইসলামের সহ-আইন বিষয়ক সম্পাদক মো. রেজাউল হক, জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইবনে জাহান তানভীর, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক আলমগীর হোসেন প্রমুখ।
মন্তব্য করুন