ঢাকার ধামরাইয়ে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার মাদ্রাসা মার্কেটের লাল মিয়া জেনারেল স্টোর অ্যান্ড স্যানিটারি হার্ডওয়্যারের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। দোকানে ফটোকপি, স্যানিটারি হার্ডওয়্যারসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী ছিল।
ভুক্তভোগী বাচ্চু মিয়া বলেন, দুপুরের খাবার খাওয়ার জন্য দোকান বন্ধ করে বাড়ি যাই। এর কিছুক্ষণ পর শুনতে পাই দোকানে আগুন লাগছে। এসে দেখি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। নিমিষেই আমার সব শেষ হয়ে গেল।
ধামরাই ফায়ার স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, বিকাল তিনটার দিকে খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন