ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে তাজা গাছ কাটার মহোৎসব

ঈশ্বরদীর বহরপুর থেকে দাশুড়িয়া অংশে মরা গাছের সঙ্গে তাজা গাছও কাটা হচ্ছে। ছবি : কালবেলা
ঈশ্বরদীর বহরপুর থেকে দাশুড়িয়া অংশে মরা গাছের সঙ্গে তাজা গাছও কাটা হচ্ছে। ছবি : কালবেলা

পাবনায় সড়ক ও জনপদের নিলাম দরপত্রে মহাসড়কের পাশ থেকে মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কাটার নির্দেশনা রয়েছে; কিন্তু এর বাইরে জীবিত গাছও কাটা হচ্ছে। যেন মনে হচ্ছে তাজা গাছ কাটার মহোৎসবে চলছে। আবার মৃত ও ঝুঁকিপূর্ণ (সড়কের বাঁকে থাকা) গাছগুলোর মধ্যে বেশকিছু গাছ বাজারদরের চেয়ে অনেক কম দামে বিক্রির অভিযোগ উঠেছে। এতে একদিকে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে, অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব।

এর আগে গত জুনেও পাবনা-ঈশ্বরদী মহাসড়কের ঈশ্বরদীর বহরপুর থেকে দাশুড়িয়া অংশে মরা গাছের সঙ্গে তাজা গাছ কেটে ফেলা হয়।

২০২২-২৩ অর্থবছরে রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী বৃক্ষপালনবিদের অধীনে নিলামের মাধ্যমে মোট ছয়টি প্যাকেজে মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কাটার অনুমতি দেওয়া হয়। এর মধ্যে পঞ্চম প্যাকেজে রয়েছে পাবনা-রাজশাহী মহাসড়কের পাবনার গাছপাড়া পৌরসভা গেট থেকে ঈশ্বরদীর মুলাডুলি রেলগেট পর্যন্ত ৭১টি গাছ। এক লাখ ৯০ হাজার টাকা সর্বোচ্চ নিলামে ভ্যাট-ট্যাক্সসহ সর্বমোট দুই লাখ ২৩ হাজার ২৫০ টাকা সরকারকে দিয়ে গত ১৩ আগস্ট গাছকাটার অনুমতি পায় দিনাজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর ট্রেডার্স। সেখানে ৭১টি গাছের গড় মূল্য তিন হাজার ১৪৪ টাকা।

কার্যাদেশের তারিখ থেকে ২৫ দিনের মধ্যে গাছ কাটতে বলা হয়েছে।

গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মৃত ও ঝুঁকিপূর্ণ সব গাছ কাটা শেষ হয়নি নির্ধারিত সময়ে। কিন্তু দরপত্রের বাইরের বেশকিছু গাছ কেটে ফেলা হয়েছে ও হচ্ছে। এর মধ্যে একটি তাজা কড়ইগাছের ডাল কেটে গাড়িতে তোলা হয়েছে, গাছটি রয়েছে কাটার অপেক্ষায়। গাছটির বর্তমান বাজারদর হবে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা।

স্থানীয়দের অভিযোগ, সরকার যেখানে একটি গাছ কাটলে ১০টি গাছ লাগানোর নির্দেশনা দিয়েছে, তখন কিছু অসাধু সরকারি কর্মকর্তার জোগসাজশে মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ নিলামের কথা বলে এর বাইরে জীবিত গাছও কেটে ফেলা হচ্ছে। সড়কের পাশে ও পুকুরের পাশের গাছও কাটা হচ্ছে। এতে সেখানে দুর্ঘটনা ঘটলে গাড়ি পুকুরে পড়ে ক্ষতির মাত্রা বেশি হওয়ার আশঙ্কা আছে। দ্রুত গাছকাটা বন্ধ করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করলে ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর ট্রেডার্সের ম্যানেজার মেহেদী হাসান বাবু বলেন, ‘সিরিয়াল অনুযায়ী নিয়ম মেনেই গাছকাটা হচ্ছে। বিস্তারিত জানতে হলে আফিসে আসেন।’

পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, মহাসড়কের বাঁকে ও পাশে যেসব গাছ ঝুঁকিপূর্ণ ও মৃত সেসব গাছ নিয়মমাফিক নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। তবে ঠিকাদার নিলামকৃত গাছের বাইরে তাজা গাছ কাটলে ব্যবস্থা নেওয়া হবে।

তাজা গাছ কাটার বিষয়ে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার বলেন, বিভিন্ন জনের অভিযোগ পেয়েছি আমরা সরেজমিনে দেখছি মরা গাছ কাটার বদলে অনেক তাজা গাছ কেটে ফেলেছে । আমরা পাবনা সড়ক ও জনপথ বিভাগকে লিখিত আকারে অভিযোগ করব, যাতে ওই ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় এলে চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করব : জামায়াত আমির

সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময়, ভোটে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান

ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

ভোলায় সড়কে ঝরল ৪ প্রাণ

একসঙ্গে দিশা-তালবিন্দর

সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে

ধানের শীষের ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত : মাহদী আমিন

ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

ভোটের পরেও যে কারণে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে : বাবুল

১০

ঋণখেলাপি-দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পেলে ভোটের পরও ব্যবস্থা : ইসি মাছউদ

১১

জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন আরেক নেতা

১২

ধর্মের অপব্যবহার করে নির্বাচনে প্রভাবচেষ্টা আইনত অপরাধ : মাহদী আমিন

১৩

সাবেক প্রেমিকের বিয়ে মেনে নিতে না পেরে নারীর জঘন্য কাণ্ড

১৪

জুলাই হত্যার দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

রাবিতে ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি হাতে শান্ত-মুশফিক

১৬

বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি পাচ্ছে না পাকিস্তান!

১৭

সাতক্ষীরায় অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৮

কেন উত্তর দিকে মাথা রেখে ঘুমানো মানা

১৯

প্রাথমিক শিক্ষক নিয়োগে যেসব জেলার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

২০
X