প্রদীপ মোহন্ত, বগুড়া ও আবদুর রাজ্জাক, ধুনট
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভুটান সরকারের ‘পাখিবাড়ি’

ভুটান সরকারের ‘পাখিবাড়ি’র পাখি। ছবি : কালবেলা
ভুটান সরকারের ‘পাখিবাড়ি’র পাখি। ছবি : কালবেলা

পাখির কিচিরমিচির আর সুরেলা কলতানে ভোর শুরু হয় রবিউল হাসান ওরফে ভুটান সরকারের পরিবারের। এই সুর দিনভর ভাসে বগুড়ার ধুনট উপজেলার যমুনা পাড়ের মাধবডাঙ্গা গ্রামে। চার একরজুড়ে বিস্তৃত এই নিরিবিলি চৌহদ্দিটি এখন সবার কাছে পরিচিত ‘পাখিবাড়ি’ নামে।

গ্রামের শত শত মানুষ প্রতিদিন উপভোগ করেন এখানে হাজারো পাখির ওড়াউড়ি আর কলতান। ভোর হতেই গাছের মগডাল কাঁপে পালকের ফড়ফড় আর হাওয়ার মৃদু ছোঁয়ায়। এমন এক প্রকৃতির সিম্ফনির মাঝে বসবাস করছেন ভুটান সরকার। তিনি এই বাড়িকে প্রকৃতির সঙ্গে এক নীরব চুক্তি হিসেবে মনে করেন।

তবে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় পাখিবাড়িতে পৌঁছানো সহজ নয়। ভাঙা রাস্তা আর দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক দর্শনার্থীকেই মাঝপথ থেকে ফিরে যেতে হয়।

বাড়ির মালিক ভুটান সরকার বলেন, প্রায় ৩৫ বছর আগে এক বিকেলে প্রথম একঝাঁক পাখি এসে বসে ছিল বাড়ির তেঁতুলগাছে। সেদিন কেউ ভাবেনি সেটিই হবে এক দীর্ঘ বসবাসের সূচনা। এরপর প্রতি বছর গ্রীষ্মের শুরুতে পাখিরা দলবল নিয়ে আসে, বাসা বাঁধে, ছানা ফোটায়। বর্ষা, শরৎ, হেমন্ত শেষে শীত এলেই তারা দলবেঁধে চলে যায়। আবার পরের বছর ফিরে আসে।

চার একরজুড়ে পাখিবাড়ির সামনে দুটি বড় পুকুর, পাড় ঘিরে মেহগনি, কড়ই, জাম, তেঁতুল, আম, কাঁঠালসহ নানা প্রজাতির গাছ। পেছনে ঘন বাঁশঝাড়। এই বাগান এখন হাজারো পাখির স্থায়ী আশ্রয়। প্রতিদিন ভোরে তারা উড়ে যায় খাবারের খোঁজে, দুপুর শেষে ফিরে আসে। সূর্য ঢলে পড়লে গাছের ডালজুড়ে শুরু হয় তাদের ডাকাডাকি, ছানাদের খাওয়ানো আর নীড় গড়ার ব্যস্ততা।

এখানে পানকৌড়ি, বক, ঘুঘু, শালিক, টিয়া, চড়ুই সবাই আছে নিজস্ব নীড়ে, নিজস্ব গাছে। আশ্চর্যের বিষয় হলো, পাখিদের গাছের নিচেই ভুটান সরকারের দুটি বড় আয়তনের পুকুর রয়েছে। সেখানে তিনি মাছ চাষ করেন। কিন্তু কোনো পাখিই তার পুকুরে কখনো মাছ ধরে না, বরং দূর নদী-খাল থেকে শিকার করে এনে ছানাদের খাওয়ায়।

স্থানীয়রা জানান, ভুটান সরকারের বাড়ির পাখিদের অন্য কোনো বাড়ির গাছে দেখা যায় না। এই পাখিবাড়িই যেন তাদের স্থায়ী নিবাস। বাড়ির লোকজনও পাখিদের আপন আত্মীয়র মতোই দেখে। প্রতিদিনই আসেন প্রকৃতিপ্রেমীরা— কেউ ছবি তুলতে, কেউ কবিতা লিখতে, কেউ বা শুধু প্রকৃতির এই মায়াবী সঙ্গ অনুভব করতে।

ফজলুল করিম নামে এক দর্শনার্থী বলেন, ‘সবুজ পাতার ভেতর পাখির ওড়াউড়ি আর বিচিত্র শব্দ শুনে হৃদয়টাই হালকা হয়ে যায়। এমন দৃশ্য শহরে দেখাই যায় না।’

স্থানীয় প্রকৃতিপ্রেমী আব্দুর রাজ্জাক বলেন, ‘এটি এখন শুধু একটি বাড়ি নয়, পরিবেশ সচেতনতার জীবন্ত প্রতীক। অনেক স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখানে আসে— কেউ ছবি আঁকে, কেউ কবিতা লেখে। যেন এক জীবন্ত পরিবেশ শিক্ষাকেন্দ্র।’

সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর করিম আপেল বলেন, ধুনট উপজেলার সবচেয়ে সুন্দর জায়গা ভুটান সরকারের বাড়ি। পাখিরা এখানে নিরাপদ আশ্রয় পায় বলেই এটি অভয়ারণ্যে পরিণত হয়েছে। তবে সরকারিভাবে পাখিদের সংরক্ষণের উদ্যোগ নিলে প্রকৃতি আরও সুন্দর হবে। পাখিদের টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগ জরুরি।

স্বেচ্ছাসেবী সংগঠন তীরের সভাপতি আশামনি বলেন, সরকার যদি এলাকাটিকে পাখির অভয়ারণ্য ঘোষণা করে এবং নতুন গাছ রোপণসহ সংরক্ষণের ব্যবস্থা নেয়, তাহলে এই সৌন্দর্য বহু বছর টিকে থাকবে। পাখি বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলেই মানুষ টিকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেডিকেল ভর্তি পরীক্ষা : প্রেক্ষাপট বাংলাদেশ

আগামীর বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক : সিবগাতুল্লাহ সিগবা

১০ মণ ওজনের শাপলাপাতা মাছ, ১ লাখ ৩১ হাজারে বিক্রি

‘বিএনপি ক্ষমতায় এলে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে’

কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলায় জড়িত ২ জন গ্রেপ্তার

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি নিয়ে সারজিসের স্ট্যাটাস

জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেকৃবিতে এ্যাবের দোয়া

রুদ্ধশ্বাস অভিযানের বর্ণনা দিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

১০

ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী রবিনের গণমিছিল

১১

ক্রস বর্ডারে ১৮৯৪ এয়ার টিকিট বিক্রির অর্থ পাচারের অভিযোগ

১২

সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী

১৩

সীমান্তে বাংলাদেশি হত্যায় বিএসএফের দুঃখ প্রকাশ

১৪

আসিফ মাহমুদের বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি

১৫

জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে : দুলু

১৬

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, শুক্রবার থেকে কার্যকর

১৭

শিক্ষা ক্যাডারে রেকর্ড পদোন্নতি

১৮

রাবিপ্রবি ও ক্যাপসের দ্বিপাক্ষিক কোলাবোরেশন সভা অনুষ্ঠিত

১৯

রাস্তা-ড্রেন-মশার সমস্যা জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : চসিক মেয়র

২০
X