

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এগ্রিকালচারিস্টস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন এ্যাব শেকৃবি শাখার সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. রুহুল আমিন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম, শেকৃবির উপউপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও এ্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, অধ্যাপক ড. এইচ. এম. এম. তারিক হোসেন এবং সাউরেস পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান।
এ ছাড়া এ্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেকৃবি বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. মো. জামশেদ আলম, পরীক্ষা নিয়ন্ত্রক খোন্দকার আসাদুজ্জামান, আইসিটি পরিচালক অধ্যাপক ড. মো. জামিলুর রহমান, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মোহা. আশাবুল হক, এ্যাব শেকৃবি শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. নজরুল ইসলাম সুলতানসহ বিভিন্ন অনুষদের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন