হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

৪০ মিটার রাস্তায় মামলার জট, দুর্ভোগে হাজারো মানুষ

সরকারি রাস্তা বাড়ির প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে ফারুকী। ছবি : কালবেলা
সরকারি রাস্তা বাড়ির প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে ফারুকী। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী বাজারে একটি সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে। রাস্তা দখল ও আদালতের মামলায় জটিলতার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগে পড়েছে স্থানীয় মানুষ। বিশেষ করে এলাকার স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও হাটের ক্রেতা-বিক্রেতাদের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, হরিপুরমুখী ধীরগঞ্জ সড়কের ওই অংশে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। রাস্তার জায়গায় জায়গায় গর্ত, খানাখন্দে পড়ে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, উপজেলার সিএস রেকর্ড অনুযায়ী মাত্র ৪০ মিটার রাস্তায় এ সমস্যা দেখা দিয়েছে। অভিযোগ—ওই অংশটি দখল করেছেন স্থানীয় বাসিন্দা আবুল হোসেন ফারুকী। ২০২২ সালের ১৩ এপ্রিল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অশোক মণ্ডল রেকর্ডীয় রাস্তা উদ্ধারের সুপারিশ করে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামানের কাছে প্রতিবেদন জমা দেন।

সিএস রেকর্ড অনুযায়ী, সরকারি রাস্তা ফারুকীর বাড়ির প্রাচীরের ভেতর দিয়ে গেছে। বর্তমানে এলাকাবাসী পাশের জমির মালিক আব্দুল হাইয়ের মালিকানাধীন জমির ওপর দিয়ে চলাচল করছে। এ নিয়ে ফারুকী ও আব্দুল হাইয়ের মধ্যে মামলা চলমান থাকায় রাস্তা উদ্ধারের কাজ বন্ধ হয়ে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এই রাস্তা দিয়ে দুটি স্কুলের প্রায় ৫০০ শিক্ষার্থী যাতায়াত করে। প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে—যেখানে হাজারো মানুষ আসে। বর্ষাকালে কাদা ও পানিতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।

এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাইনুল ইসলাম ২০২৪ সালের ১৭ নভেম্বর তৎকালীন এসিল্যান্ডকে চিঠি দিয়ে রেকর্ডীয় রাস্তা উদ্ধারের অনুরোধ করেন। পরে ৩০ জুলাই সহকারী জজ ফয়সাল আহমেদ আদালতে রায় দেন—আব্দুল হাইয়ের মালিকানার পক্ষে এবং সরকারি রাস্তাটি উদ্ধারের নির্দেশ দিয়ে। তবে আবুল হোসেন ফারুকী আপিল করলে রায় কার্যকর হওয়া আটকে যায়।

অভিযুক্ত আবুল হোসেন ফারুকী বলেন, ‘আমার বাড়ি করার আগেই এখানে রাস্তা ছিল। আমি চাই, এখন যেদিক দিয়ে মানুষ চলাচল করছে, সেখান দিয়েই রাস্তা পাকাকরণ হোক। আদালতে মামলা চলমান আছে, তাই কাজ বন্ধ আছে।’

অন্যদিকে আব্দুল হাই বলেন, ‘সিএস ম্যাপ অনুযায়ী সরকারি রাস্তা আমার প্রতিবেশীর প্রাচীরের ভেতর দিয়ে গেছে। এখন মানুষ আমার জমির ওপর দিয়ে চলাচল করছে। আদালত আমার পক্ষে রায় দিয়েছে, কিন্তু বাস্তবায়ন আটকে আছে।’

আমগাঁও ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা জাহিরুল ইসলাম বলেন, সরকারি রাস্তা কেউ দখল করলে সেটি বৈধ হবে না। সমস্যা মিটলে মানুষের ভোগান্তি কমবে।

এ বিষয়ে হরিপুর এলজিইডির উপসহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, মাত্র ৪০ মিটার অংশ নিয়ে জটিলতা। যাদুরানী বাজারকেন্দ্রিক এই রাস্তাটি উদ্ধার করা খুব জরুরি।

এছাড়াও হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ বলেন, অভিযোগটি আমরা পেয়েছি এবং সরেজমিনে পরিদর্শন করেছি। দুই ব্যক্তির মধ্যে মালিকানা নিয়ে আদালতে মামলা থাকায় এলজিইডি রাস্তাটি মেরামত করতে পারছে না। আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি।

স্থানীয়দের দাবি, দ্রুত আইনি জটিলতা মিটিয়ে রাস্তাটি উদ্ধার ও পাকা করা হলে জনদুর্ভোগ লাঘব হবে এবং দুর্ঘটনাও কমে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৭ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

সীমান্তে ২৪ ইলেকট্রিক ডিটোনেটর উদ্ধার

তথ্য পাচার কাণ্ডে সংশ্লিষ্টতা যবিপ্রবি প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ

মালদ্বীপে বিজয় দিবসের উপলক্ষে ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ঘন কুয়াশায় পদ্মার চরে আটকে পড়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে রাতভর থাকার ঘোষণা

১০

ছেলের অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় মায়ের মৃত্যু

১১

ঘন কুয়াশায় যমুনা নদীতে নৌকা আটকা, আতঙ্কে বরযাত্রীসহ ৪০ যাত্রী

১২

সুবর্ণচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৩

মালিকানা জটিলতায় থাকা চট্টগ্রামের কাছেই কুপোকাত নোয়াখালী

১৪

ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা-ভাঙচুর

১৫

শনিবার শহীদ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

১৬

রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা

১৭

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের বার্তা

১৮

মাদ্রাসায় বিস্ফোরণে উড়ে গেল দেয়াল

১৯

রাশেদের গণঅধিকার ছাড়া ও ধানের শীষে নির্বাচনের কারণ জানালেন নুর

২০
X