

গাজীপুরের টঙ্গীতে সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের অধীন মৈত্রী শিল্প প্রতিষ্ঠান ‘মুক্তা ড্রিংকিং ওয়াটার অটোমেশন প্ল্যান্ট’ গত ৮ দিন ধরে বন্ধ রয়েছে। এতে বাজারে বহুল ব্যবহৃত এ বিশুদ্ধ পানির তীব্র সংকট সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমানের অপসারণের দাবিতে চলমান কর্মবিরতির কারণে উৎপাদন বন্ধ রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নারী কর্মচারীদের প্রতি অনৈতিক আচরণে জড়িত ছিলেন।
প্রতিবন্ধী শ্রমিক-কর্মচারীরা জানায়, এসব অভিযোগের পরও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা গত ২০ অক্টোবর থেকে কর্মবিরতি ও আন্দোলন শুরু করেছেন। নির্বাহী পরিচালকের পদ থেকে অপসারণ না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।
একাধিকবার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে বন্ধ রয়েছে মুক্তা পানির উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম। পাশাপাশি এর সহযোগী প্লাস্টিক সামগ্রী উৎপাদন ইউনিটটিও অচল হয়ে পড়েছে।
প্রতিবন্ধী শ্রমিকদের অভিযোগ, নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান অতীতেও সিলেটে তার দায়িত্ব পালনের সময় বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন, যার কারণে সেখান থেকে তাকে বদলি করা হয়।
তারা বলেন, ‘দুর্নীতিবাজ ও নারী লোলুপ কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই আমরা কাজে ফিরব না।’
এ বিষয়ে মৈত্রী শিল্পের কারখানা ব্যবস্থাপক মহসিন আলী জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে উৎপাদন স্বাভাবিক করার চেষ্টা চলছে। নির্বাহী পরিচালকের বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
তবে প্রতিবন্ধী শ্রমিকদের দিন-রাতব্যাপী আন্দোলনের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন