কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিভেদ ভুলে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফিরোজের

ঝিনাইদহে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে বক্তব্য রাখছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। ছবি : কালবেলা
ঝিনাইদহে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে বক্তব্য রাখছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। ছবি : কালবেলা

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সব বিভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা বাজারে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি নির্দেশনা দিয়েছেন, ভেদাভেদ ভুলে সবাই যেন ধানের শীষের পক্ষে নির্বাচনে কাজ করে। আমরা ধানের শীষের পক্ষে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে চাই। যিনিই ধানের শীষের মনোনয়ন পাবেন, আমরা সবাই তার পক্ষেই বিজয়ের জন্য কাজ করব।’

তিনি বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি, কারণ জনগণের কল্যাণ ও দেশের স্বার্থই আমাদের মূল লক্ষ্য। নেতাকর্মীদের প্রতি আমার বিশেষ আহ্বান, তারা প্রতিটি ওয়ার্ডে, পাড়ায় ও মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাবেন। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে মাঠে থাকতে হবে। ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে হলে বিভক্তি নয়, একতাই হতে হবে মূল শক্তি।’

সমাবেশে কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অনেকে বক্তব্য দেন।

সমাবেশ শেষে বর্ণাঢ্য ‌শোভাযাত্রা বের করেন যুবদল নেতাকর্মীরা। কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা বাজারে দলীয় কার্যালয়ের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এতে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিপুল নেতাকর্মী অংশ নেন।

এর আগে সকালে শহরের কালীবাড়ী মন্দির সংলগ্ন চিত্রা নদীর ঘাটে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের জনগণের আমিষের চাহিদা পূরণ করতে মাছ চাষের বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহর ও গ্রামের সবাই নিজ নিজ পরিসরে উদ্যোগ নিতে হবে। ছোট পরিসরে হলেও মৎস্য, হাঁস-মুরগি, গবাদিপশুর খামার গড়ে তুলতে হবে। আজকের এ মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আমরা সাধারণ মানুষের মধ্যে সেই বার্তাটি দিতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

কুড়িগ্রামে শীতে জনজীবন স্থবির, তাপমাত্রা ১২ ডিগ্রি 

ইরানের যে কোনো হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর

আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই: ড. এম এ কাইয়ুম

যাত্রী ওঠানামা নিয়ে বিরোধ, চাচার হাতে ভাতিজা নিহত

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

রাজধানীতে আজ কোথায় কী

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

রাজধানীতে ১৪ তলা ভবনে আগুন

১০

২৩ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১১

তিন দিন করে রিমান্ডে দিপু হত্যার ১২ আসামি

১২

বেরোবিতে হাদি-আবরারের নামে ভবনের নামকরণ করলেন শিক্ষার্থীরা

১৩

গাজীপুরে তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৪

বরিশালে বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

১৫

মাঝির জালে ধরা ৬ মণ ওজনের শাপলা পাতা মাছ, ৭৫ হাজারে বিক্রি

১৬

বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে প্রবাসীর সর্বস্ব লুট

১৭

কুকুর-বিড়াল কামড়ের রোগী বাড়লেও বন্ধ ভ্যাকসিন কার্যক্রম

১৮

বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

১৯

জামায়াত-বিজেপি-এলডিপির প্রধানসহ গানম্যান পাচ্ছেন ৫ ব্যক্তি

২০
X