কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিভেদ ভুলে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফিরোজের

ঝিনাইদহে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে বক্তব্য রাখছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। ছবি : কালবেলা
ঝিনাইদহে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে বক্তব্য রাখছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। ছবি : কালবেলা

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সব বিভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা বাজারে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি নির্দেশনা দিয়েছেন, ভেদাভেদ ভুলে সবাই যেন ধানের শীষের পক্ষে নির্বাচনে কাজ করে। আমরা ধানের শীষের পক্ষে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে চাই। যিনিই ধানের শীষের মনোনয়ন পাবেন, আমরা সবাই তার পক্ষেই বিজয়ের জন্য কাজ করব।’

তিনি বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি, কারণ জনগণের কল্যাণ ও দেশের স্বার্থই আমাদের মূল লক্ষ্য। নেতাকর্মীদের প্রতি আমার বিশেষ আহ্বান, তারা প্রতিটি ওয়ার্ডে, পাড়ায় ও মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাবেন। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে মাঠে থাকতে হবে। ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে হলে বিভক্তি নয়, একতাই হতে হবে মূল শক্তি।’

সমাবেশে কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অনেকে বক্তব্য দেন।

সমাবেশ শেষে বর্ণাঢ্য ‌শোভাযাত্রা বের করেন যুবদল নেতাকর্মীরা। কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা বাজারে দলীয় কার্যালয়ের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এতে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিপুল নেতাকর্মী অংশ নেন।

এর আগে সকালে শহরের কালীবাড়ী মন্দির সংলগ্ন চিত্রা নদীর ঘাটে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের জনগণের আমিষের চাহিদা পূরণ করতে মাছ চাষের বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহর ও গ্রামের সবাই নিজ নিজ পরিসরে উদ্যোগ নিতে হবে। ছোট পরিসরে হলেও মৎস্য, হাঁস-মুরগি, গবাদিপশুর খামার গড়ে তুলতে হবে। আজকের এ মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আমরা সাধারণ মানুষের মধ্যে সেই বার্তাটি দিতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের কলঙ্কিত অধ্যায় ২৮ অক্টোবর : মুহাম্মদ শাহজাহান

পে স্কেলে সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের ২ দাবি

হত্যা মামলার ২০ বছর পর ৪ জনের যাবজ্জীবন

ট্রেলারেই বাজিমাত করলেন রবি তেজা-শ্রীলীলা

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

রাবিতে সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক / শীর্ষ ৬ নেতার আসন সম্পর্কে জানতে চাইল বিএনপি

গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : মীর হেলাল

হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ৯ দালাল আটক

১০

সংস্কার বুঝিয়ে না দিলে আসিফ নজরুলের পালানোর পথ নেই : নাসীরুদ্দীন

১১

সবুজ সংকেত দিলেও যে কৌশলে বিএনপি

১২

লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ ৩৯ জনকে দুদকে তলব

১৩

জামায়াতকে পিআর নিয়ে আরও পড়াশোনার পরামর্শ নাসীরুদ্দীনের

১৪

দেশকে এগিয়ে নিতে যুব সমাজকে কাজে লাগাতে হবে : সেলিমুজ্জামান

১৫

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকে পিটুনির পর পুলিশে হস্তান্তর

১৬

টানা ৪ দফায় স্বর্ণের দাম কত কমলো?

১৭

বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা আহাদ

১৮

‘মেয়ে ভেবে’ মাকে তুলে নিয়ে ধর্ষণ

১৯

চ্যালেঞ্জের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয় / ১৩.২০ লাখ আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ৭ লাখ

২০
X