

ফরিদপুরের সদরপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের হানিফ হাজীর ডাঙ্গী গ্রামসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে নদীতে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন তারা। পরে ফরিদপুর থেকে নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
লাশ উদ্ধারে নেতৃত্ব দেওয়া ফরিদপুর কোতোয়ালি থানার নৌপুলিশের এসআই মো. আবুজর গিফারী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। ধারণা করা যাচ্ছে, ৮-১০ দিন আগে মৃত অবস্থায় নদীতে ভেসে এসেছে। সুরতহাল শেষে লাশটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, নৌপুলিশ কর্তৃক লাশটি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন