গাজীপুরের টঙ্গীর বিসিক ফকির মার্কেট থেকে ১৪ হাজার টাকার জালনোটসহ কামাল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কামাল হোসেন বরিশালের মুলাদী থানার পাতারচর গ্রামের বাসিন্দা।
টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একটি দল বিসিক ফকির মার্কেটের জিন্স অ্যান্ড পোলো লিমিটেড কারখানার সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৪ হাজার টাকার জালনোটসহ কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, আসামি একজন পেশাদার জাল টাকার কারবারি। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানার মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন