যশোরের মনিরামপুরে বজ্রপাতে হাফিজুর রহমান (৫০) নামের এক মৎস্য শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ডুমুরির বিল এলাকার একটি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। হাফিজুর সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাসিন্দা।
ঘের মালিক সমির হালদার জানান, চার দিন আগে তার মৎস্য ঘেরে শ্রমিক হিসেবে কাজ করতে যোগ দেন হাফিজুর। আজ দুপুরে ঘেরে কাজ করা অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মো. সাইফুদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই হাফিজুরের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মনিরামপুর থানার ডিউটি অফিসার (এএসআই) সামলা খাতুন বলেন, ‘বজ্রপাতে হাফিজুর রহমান নামের একজন মারা গেছেন। এ ব্যাপারে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন