সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মরিচ গাছ খাওয়ায় ছাগলের সারা গায়ে কাঁদা মাখাল যুবদল নেতা

জামালপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
জামালপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দোকানে হামলা, মোটরসাইকেল ভাঙচুরসহ এক আওয়ামী লীগ সমর্থককে পেটানোর অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে।

এ ঘটনা জামালপুরে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি সুরুজের মোড় এলাকায় ঘটেছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর দুপুরে হাটবাড়ি গ্রামের মোহাম্মদ আলী তরুর মরিচ ক্ষেতের কয়েকটি মরিচ গাছ খেয়ে ফেলে আয়েজ উদ্দিনের ছাগল। এজন্য ক্ষেতের মালিক তরু ছাগলটি ধরে ইচ্ছেমতো পেটায় এবং পানিতে চুবিয়ে সারা গায়ে কাদা মেখে দেয়।

এ সময় ছাগলের ডাক শুনে মজনুর স্ত্রী আকলিমা বেগম গিয়ে দেখে ছাগলের গায়ে কাদা মাটি মাখানো এবং ছাগলটি অসুস্থতা বোধ করছে। এই দেখে আকলিমা বলে, ছাগল ক্ষেত খেয়েছে, ছাগল খোয়াড়ে দিবেন। ছাগলকে কেনো এভাবে মেরেছেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে। পরে আকলিমা আক্তার ছাগল নিয়ে বাড়ি এসে তার ছাগলের ভাগীদার ননদকে বিষয়টি জানায়। পরে ননদের স্বামী আয়েজ উদ্দিন ছাগলকে মারার বিষয়টি অন্যায় হয়েছে বলে প্রতিবাদ করলে তরু তার ছেলে ফিরোজকে হুকুম দেয় আয়েজ উদ্দিনকে মারার।

পরে বাবার হুকুম পেয়ে ছেলে ফিরোজ তার দলবল নিয়ে আয়েজ উদ্দিনের দোকানে হামলা করে এবং তার মোটরসাইকেল ভাঙচুর করে ও তাকে মারপিট করে। এসময় তার স্ত্রী বাঁচাতে এলে তাকেও চুলের মুঠি ধরে শ্লীলতাহানীসহ মারপিট করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদের মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে আয়েজ উদ্দিনের স্ত্রী মিনা বেগম জানায়, ছাগলটি আমি আমার ভাই বৌয়ের কাছ থেকে ভাগে নিয়েছি। ছাগল যদি তার ক্ষেত খেয়ে থাকে, তাহলে সে খোয়াড়ে দিবে, মারবে কেনো। এ ছাড়াও সে আমাকে এবং আমার স্বামীকে মারধর করেছে। দোকানপাট ও মোটরসাইকেল ভাঙচুর করেছে। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে আয়েজ উদ্দিন জানায়, আমি আওয়ামী লীগের একজন সমর্থক ও ভক্ত। এজন্য দীর্ঘদিন ধরে আমাকে মারার চেষ্টা করছে ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ। আজ ছাগলের ঘটনাকে কেন্দ্র করে আমাকে ও আমার স্ত্রীকে মারধরসহ দোকানপাট ও মোটরসাইকেল ভাঙচুর করছে এবং মেরে ফেলার হুমকি দিয়ে গেছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। কেননা সে তিনটি মাডার মামলার আসামি। সে যখন তখন আমাকে খুন করতে পারে। তাই আমি প্রশাসনের কাছে নিরাপত্তাসহ এর উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির অপেক্ষায় দক্ষিণী ৩ সিনেমা

রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

সিরিয়ায় কারফিউ, শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

ছয় ম্যাচে ছয় হার নোয়াখালীর

কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

খেজুরগাছ প্রতীকে কতটা আত্মবিশ্বাসী জমিয়ত?

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ভর্তি পরীক্ষায় ওএমআর বদল করতে গিয়ে ধরা, ২ শিক্ষার্থী বহিষ্কার

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত কালবেলার রানা হাসান

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

১০

সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

১১

জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

১২

ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয়দের একজোট হয়ে হুঁশিয়ারি

১৩

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

১৪

৫ ব্যবসায়ীর ভাগ্য আগুনে পুড়ে ছাই

১৫

দুর্নীতি দমনে শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর বাস্তবায়ন চান নাগরিকরা

১৬

জলদস্যু রূপে প্রিয়াঙ্কা

১৭

সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা

১৮

প্রথম আলোতে হামলার মামলায় ২ দিনের রিমান্ডে ৮ আসামি

১৯

গুলি ছুড়ে এনসিপি নেতার মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা 

২০
X