

রাজশাহী নগরীর একটি পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার (০২ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (০১ নভেম্বর) দুপুরে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মোবাইল ডিউটিতে থাকাকালে জানতে পারে যে অলোকার মোড়ের গোপাল পচা পুকুরের পাড়ে একটি অস্ত্র পড়ে আছে।
বিষয়টি জানার পর মোবাইল টিমের ইনচার্জ তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। পরে ওসির নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুপুর আড়াইটার দিকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেন।
পিস্তলের গায়ে ‘মেইড ইন ইউএসএ’ খোদাই করা রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।
তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি পরীক্ষার জন্য আইনানুগ প্রক্রিয়ায় পাঠানো হবে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা হয়েছে।
মন্তব্য করুন